Joy Jugantor | online newspaper

ঠাকুরগাঁওয়ে পোস্টম্যানের মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০১:৪২, ৮ মার্চ ২০২১

ঠাকুরগাঁওয়ে পোস্টম্যানের মরদেহ উদ্ধার

প্রতিকী ছবি।

ঠাকুরগাঁওয়ে খলিলুর রহমান (৫০) নামের এক পোস্টম্যানের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৮ মার্চ) সকাল সাড়ে ৬টায় রুহিয়ার রাজাগাঁও ইউনিয়নের পাটিয়াডাঙ্গী বাজারের পাশে একটি মরিচখেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহত খলিলুর রহমান সদর থানার শিবগঞ্জ পোস্ট অফিসে পোস্টম্যানের দায়িত্ব পালন করতেন। তিনি মলানখুরী গ্রামের মৃত গফুর আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রোববার (৭ মার্চ) অফিস থেকে বাসায় ফিরে পাশের পাটিয়াডাঙ্গী বাজারে যান খলিল। গভীর রাত হলেও বাড়ি না ফেরায় তাকে খুঁজতে বের হন পরিবারের লোকজন। একসময় ওই মরিচখেতে তার মরদেহ পাওয়া যায়।

রুহিয়া থানার অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চিত্তরঞ্জন রায় বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে।