পাঁচবিবিতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টিত
জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে ৫৪'তম জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২৬ অনুষ্ঠিত হয়। ৪ জানুয়ারী রবিবার সকালে পাঁচবিবি স্টেডিয়ামে শীতকালীন ক্রিড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ তোফাজ্জল হোসেন, একাডেমী সুপারভাইজার মোঃ জহুরুল ইসলাম, কড়িয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কাইয়ুম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/ক্রিড়া শিক্ষক/শিক্ষার্থীরা। উপজেলায় অনুষ্ঠিত শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা খেলাধুলায় অংশগ্রহণ করতে দেখা যায়।
