Joy Jugantor | online newspaper

পাঁচবিবিতে জাতীয় পতাকা অর্ধনির্মিত না করায় ৯ বিদ্যালয়কে শোকজ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৮, ৪ জানুয়ারি ২০২৬

পাঁচবিবিতে জাতীয় পতাকা অর্ধনির্মিত না করায় ৯ বিদ্যালয়কে শোকজ

পাঁচবিবিতে জাতীয় পতাকা অর্ধনির্মিত না করায় ৯ বিদ্যালয়কে শোকজ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় ভাবে তিন দিনের শোক ও জাতীয় পতাকা অর্ধনির্মিত করার প্রজ্ঞাপন জারি থাকলেও জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সেই নির্দেশনা অমান্য করা হয়।এ নিয়ে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদ প্রকাশ হলে উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা উপজেলার ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণকে কারণ দর্শানো নোটিশ  প্রদান করেছেন। ৪ জানুয়ারীর রোববার দুপুরে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় থেকে নোটিশ প্রদানের বিষয়টি নিশ্চিত করেছেন।

 বিদ্যালয় গুলো হলো রতনপুর উচ্চ বিদ্যালয়, বাগজানা উচ্চ বিদ্যালয়, কোকতারা উচ্চ বিদ্যালয়, কাঁশপুর নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, কোকতারা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সুলতানপুর হাবিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়  ও কাঁশপুর আদিবাসী সরকারী প্রাথমিক বিদ্যালয়।উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল ইসলাম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। রাষ্ট্রীয় আদেশ অমান্য করায় সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণকে শোকজ করা হয়েছে। জবাব পেলে ব্যবস্থা নেওয়া হবে।