Joy Jugantor | online newspaper

বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৮, ২৯ অক্টোবর ২০২৪

বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

বগুড়ায় রবি মৌসুমে আবাদ বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনা কমসূচির আওতায় বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে বিতরণ কমসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন।

এসময় উপস্থিত ছিরেন বগুড়া সদর উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত জাহান, অতিরিক্ত কৃষি কর্মকর্তা তামান্না সুলতানা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মনিরা আকতার, আকলিমা খাতুন, উপসহকারী উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা জাহাঙ্গীর আলম। আরো উপস্থিত ছিলেন উপসহকারী কৃষি কর্মকতাবৃন্দ ও কৃষক-কৃষাণী।

উদ্বোধন শেষে বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন বগুড়া খামারবাড়ী বনানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবীদ মোঃ মতলুবর রহমান।
বগুড়া সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৩ হাজার কৃষক-কৃষানীদের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে ৯টি ফসলের বীজের মধ্যে তিনটি বীজ বিতরণ করা হয়। পর্যায়ক্রমে গম, ভূট্রা, খেসারী, মসুর, চিনাবাদাম , অড়হর, মুগ ও পিয়াজের বীজ বিতরণ করা হবে।