Joy Jugantor | online newspaper

ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিলো সরকার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:১০, ২৮ জানুয়ারি ২০২৬

ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিলো সরকার

ক্রিকেট দল না গেলেও শুটিং দলকে ভারত সফরের অনুমতি দিলো সরকার

নিরাপত্তাশঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দল না পাঠালেও, এশিয়ান রাইফেল ও পিস্তল শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিতে অনুমতি দিয়েছে সরকার। দিল্লিতে অনুষ্ঠেয় এই প্রতিযোগিতায় অংশ নিতে বাংলাদেশ শুটিং দলকে ভারত সফরের সরকারি অনুমোদন (জিও) দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়।বুধবার (২৮ জানুয়ারি) যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আগামী ২ থেকে ১৪ ফেব্রুয়ারি দিল্লিতে এই আন্তর্জাতিক শুটিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতাটি ইনডোর এবং সংরক্ষিত এলাকায় হওয়ায় বড় ধরনের নিরাপত্তাঝুঁকি নেই বলেই মনে করছে সরকার।এ বিষয়ে যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম বলেন, ‘বাংলাদেশ দলে মাত্র একজন খেলোয়াড় ও একজন কোচ রয়েছেন। ছোট দল। আয়োজকেরা আমাদের নিরাপত্তার বিষয়ে নিশ্চয়তা দিয়েছে। প্রতিযোগিতা হবে ইনডোর ও সংরক্ষিত এলাকায়। সব দিক বিবেচনা করেই শুটিং দলকে ভারত সফরের অনুমতি দেওয়া হয়েছে।’

এই সফরে বাংলাদেশের একমাত্র খেলোয়াড় হিসেবে অংশ নিচ্ছেন দেশের অন্যতম সেরা শুটার রবিউল ইসলাম। তাঁর ইভেন্ট অনুষ্ঠিত হবে ৫ ফেব্রুয়ারি। কোচ হিসেবে দলে রয়েছেন শারমিন আক্তার।নৌবাহিনীর অ্যাথলেট হওয়ায় বিশেষ পাসপোর্ট সুবিধার মাধ্যমে রবিউল ভিসা ছাড়াই সাত দিন ভারতে অবস্থান করতে পারবেন। তবে কোচ শারমিন আক্তারকে ভিসা নিতে হবে। তাঁদের ৩১ জানুয়ারি দিল্লির উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পর এটিই হতে যাচ্ছে বাংলাদেশ শুটিং ফেডারেশনের প্রথম আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ।রবিউল ইসলাম জানান, শুটিং প্রতিযোগিতায় অংশ নিতে অস্ত্র ও গুলি বহন করতে হয়, যার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমোদন প্রয়োজন। এ প্রসঙ্গে যুব ও ক্রীড়া সচিব বলেন,‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রয়োজনীয় জিও দেওয়া হয়েছে।’