Joy Jugantor | online newspaper

হাসনাত আবদুল্লাহ`র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:০৪, ৩১ জানুয়ারি ২০২৬

হাসনাত আবদুল্লাহ`র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা

হাসনাত আবদুল্লাহ`র নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিলেন বন্ধুরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হাসনাত আব্দুল্লাহর নির্বাচনী তহবিলে ১৪ লাখ টাকা দিয়েছেন তার স্কুলের বন্ধু ও সহপাঠীরা। আজ শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে দেবীদ্বার সরকারি রেয়াজউদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ২০১৪ ব্যাচের এক পুনর্মিলনী অনুষ্ঠানে বন্ধুদের পক্ষ থেকে তার নির্বাচনী তহ‌বি‌লে ১৪ লাখ টাকার চেক তুলে দেন বন্ধুরা। এ সময় হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘দীর্ঘদিন পর স্কুল প্রাঙ্গণে এসে স্মৃতিগুলো নতুন করে নাড়া দিয়েছে।

আমাদের উত্থানের সূচনা এই স্কুল থেকেই।আজ আমরা যারা দেশে-বিদেশে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত, তাদের সবার শিকড় এই বিদ্যালয়।’তিনি বলেন, ‘স্কুলজীবন শেষ হওয়ার পরও সহপাঠীদের সঙ্গে সম্পর্ক অটুট রয়েছে। অনেক বন্ধু আজ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থান করলেও এই পুনর্মিলনীর মাধ্যমে সবাই আবার একত্রিত হয়েছেন।’ এ সময় উপ‌স্থিত ছি‌লেন দে‌বীদ্বার সরকারি রেয়াজ উ‌দ্দিন পাইলট ম‌ডেল উচ্চ বিদ‌্যাল‌য়ের সা‌বেক শিক্ষক মো. আব্দুস সবুর, জামাল মোহাম্মদ ক‌বির, জ‌সিম উ‌দ্দিন, প্রাক্তন শিক্ষার্থী  সরকার সাকিব, আহম্মেদ শুভ, মুহতাদির যারিফ সিক্তসহ বিভিন্ন স্কুলের ২০১৪ ব্যাচের শিক্ষার্থীরা।