“জামায়াত ক্ষমতায় গেলে সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত দেশ গড়া হবে ”
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য এবং বগুড়া-১ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১০ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ শাহাবুদ্দিন বলেছেন, জামায়াত ক্ষমতায় গেলে দেশে সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত একটি ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা হবে।তিনি বলেন, গণবিপ্লবের পর দেশে আবারও নীরব চাঁদাবাজি মাথাচাড়া দিয়ে উঠেছে। চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের হাত থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে আসন্ন জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জামায়াত প্রার্থীদের বিজয়ী করতে হবে।
শনিবার ২৭ জানুয়ারি বিকেলে সোনাতলা উপজেলার তেকানীচুকাইনগর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে পূর্ব তেকানী জামে মসজিদ চত্বরে আয়োজিত নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।অধ্যক্ষ শাহাবুদ্দিন আরও বলেন, স্বাধীনতার পর বিভিন্ন রাজনৈতিক দল বারবার ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং সুশাসন নিশ্চিত করতে হলে আগামী নির্বাচনে জামায়াতকে রাষ্ট্রক্ষমতায় আনার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।
ইউনিয়ন জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় ক্রিয়া সম্পাদক হারুনুর রশিদ রাফি, সোনাতলা উপজেলা জামায়াতের আমীর সহকারী অধ্যাপক ফজলুল করিম, বগুড়া শহর জামায়াতের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শাহিন মিয়া, সোনাতলা উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এনামুল হক মণ্ডল এবং উপজেলা জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা রবিউল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন মধুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আলীম, সারিয়াকান্দি উপজেলা জামায়াতের সেক্রেটারি কাজি মাওলানা জহুরুল ইসলাম, যুব জামায়াতের সভাপতি ইঞ্জিনিয়ার আরিফুল ইসলাম, সারিয়াকান্দি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম, সোনাতলা উপজেলা যুব জামায়াতের সভাপতি শেখ শাকিল, সেক্রেটারি ফজলে রাব্বি নাসিম, সোনাতলা থানা ছাত্রশিবিরের সভাপতি লাবিবুল হাসান, তেকানীচুকাইনগর ইউনিয়ন জামায়াতের আমীর ইলিয়াস উদ্দিন ও সেক্রেটারি এমাজ উদ্দিনসহ স্থানীয় নেতাকর্মীরা।সভা শেষে নেতাকর্মীরা আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন।
