Joy Jugantor | online newspaper

বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে জিসাস’র গনসংযোগ 

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ২৭ জানুয়ারি ২০২৬

আপডেট: ২১:০৩, ২৭ জানুয়ারি ২০২৬

বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে  জিসাস’র গনসংযোগ 

বগুড়ায় ধানের শীষে ভোট চেয়ে জিসাস’র গনসংযোগ 

বগুড়া সদরের বিএনপির জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) সভাপতি রফিকুল ইসলাম রফিক এর নেতৃত্বে বগুড়া -৬ আসনে বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমানের  ধানের শীষ প্রতীকে নির্বাচনী প্রচারনার অংশ হিসাবে শহরের সাতমাথা এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় শহরের সাতমাথা,সপ্তপদী, থানামোড়সহ আশপাশের এলাকায় এ গণসংযোগ করা হয়। 

এসময় উপস্থিতছিলেন জিসাস এর জেলা শাখার সহ-সভাপতি শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আলমামুন,সহ-সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম,সহ-সাংগঠনিক সম্পাদক মহিদুল ইসলাম, ধর্মীয় সম্পাদক আলিমুজ্জামান, মহিলা বিষয়ক সম্পাদক মর্জিনা, যুব বিষয়ক সম্পাদক আরাতাফ, পরিবেশ বিষয়ক সম্পাদক সাগর আলী, সদস্য লিটন, মেলিম মোল্লা, মনিরুজ্জামান মিলটন, বজলুসহ আরো অনেকে।জিসাস এর সভাপতি রফিকুল ইসলাম বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই বগুড়ার সন্তান। তাকে নির্বাচিত করা আমাদের নৈতিক দায়িত্ব। বগুড়াসহ সারা দেশে তাকে বিপুল ভোট বিজয়ী করে আগামী দিনে প্রধানমন্ত্রী করার আহ্বান জানান তিনি।