Joy Jugantor | online newspaper

দুপচাঁচিয়ায় মুহিতের পক্ষে মালিক শ্রমিক ঐক্য পরিষদের গণসংযোগ

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:১১, ২৩ জানুয়ারি ২০২৬

দুপচাঁচিয়ায় মুহিতের পক্ষে মালিক শ্রমিক ঐক্য পরিষদের গণসংযোগ

দুপচাঁচিয়া উপজেলায় মালিক শ্রমিক ঐক্য পরিষদের উদ্যোগে বগুড়া-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মুহিত তালুকদারের ধানের শীষ প্রতীকের পক্ষে গণসংযোগ করা হয়েছে। ২২ জানুয়ারি বৃহস্পতিবার সন্ধ্যায় মেইলে বাসস্ট্যান্ড থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল হামিদ।

 ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, উপজেলা মালিক শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি জান্নাতুল ফেরদৌস, সাধারণ সম্পাদক আশিক উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি গোলাম হাফিজ মুক্তার, সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিন প্রমুখ।এ সময় উপস্থিত ছিলেন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দল অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং মালিক শ্রমিক ঐক্য পরিষদের নেতৃবৃন্দ।