Joy Jugantor | online newspaper

বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন তারেক রহমান

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৫৯, ২১ জানুয়ারি ২০২৬

বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন তারেক রহমান

বগুড়া-৬ আসনে ‘ধানের শীষ’ প্রতীক পেলেন তারেক রহমান

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ (সদর) আসনে 'ধানের শীষ' প্রতীক বরাদ্দ পেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।বেলা সাড়ে ১১টার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের কাছ থেকে তারেক রহমানের পক্ষে ধানের শীষ প্রতীক গ্রহণ করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা।বগুড়া-৬ আসনে মোট পাঁচজন বৈধ প্রার্থী প্রতীক বরাদ্দ পেয়েছেন। জাতীয় সমাজতান্ত্রিক দলের প্রার্থী আব্দুল্লাহ আল ওয়াকি পেয়েছেন 'লাঙ্গল' প্রতীক।

 ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবু নুমান মো. মামুনুর রশির পেয়েছেন 'হাতপাখা', জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল পেয়েছেন 'দাঁড়িপাল্লা' এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের মনোনীত প্রার্থী দিলরুবা নূরী পেয়েছেন 'মই' প্রতীক।এর আগে, আজ সকাল ১০টার দিকে বগুড়া জেলা প্রশাসনের সভাকক্ষে জেলার সাতটি আসনে প্রতীক বরাদ্দের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।জেলা রিটার্নিং কর্মকর্তা সূত্রে জানা যায়, বগুড়া জেলায় মোট ভোটার ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন। এর মধ্যে বগুড়া সদর আসনে ভোটার ৪ লাখ ৫৪ হাজার ৪৩ জন। এদের মধ্যে পুরুষ ২ লাখ ২২ হাজার ৭৯৬ জন, নারী ২ লাখ ৩১ হাজার ২৩৭ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।