Joy Jugantor | online newspaper

ইরানি হামলার পর মার্কিন ঘাঁটিতে

ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে

ডেস্ক রিপোর্ট 

প্রকাশিত: ২০:৫৭, ১১ জুলাই ২০২৫

ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে

ইরানি হামলার পর মার্কিন ঘাঁটিতে ক্ষয়ক্ষতি দেখা গেল স্যাটেলাইট ছবিতে

গত মাসে ইরানের প্রতিশোধমূলক হামলার পর কাতারে অবস্থিত মার্কিন আল উদেইদ মার্কিন বিমানঘাঁটিতে উল্লেখযোগ্য ক্ষতির প্রমাণ মিলেছে নতুন স্যাটেলাইট ছবিতে। এটি এই অঞ্চলের বৃহত্তম মার্কিন সামরিক ঘাঁটিটি 'অক্ষত' থাকার ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীত।শুক্রবার (১১ জুলাই) অ্যাসোসিয়েটেড প্রেসের বিশ্লেষণ করা ছবিতে দেখা গেছে, ইরানের হামলা মার্কিনিদের নিরাপদ যোগাযোগের জন্য ব্যবহৃত একটি 'জিওডেসিক গম্বুজ' আবাসন সরঞ্জামকে আঘাত করেছে।

অনুসন্ধানে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিগুলোতে ২৩ জুন সকালে (ইরানের প্রতিশোধের দিন) জিওডেসিক গম্বুজটি অক্ষত অবস্থায় দেখানো হয়। কিন্তু ২৫ জুনের পরবর্তী চিত্রগুলোতে গম্বুজটি সম্পূর্ণ অদৃশ্য দেখা যায়। দৃশ্যমান পোড়া চিহ্ন এবং সংলগ্ন একটি ভবনের কিছু ক্ষতিও হয়েছে।এপির প্রতিবেদন বলছে, তবে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কাতারি কর্তৃপক্ষের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির সম্পর্কে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। উভয় সরকারের পক্ষ থেকে ঘটনাটি প্রকাশ্যে স্বীকারও করা হয়নি।

গত ২২ জুন ইরানের তিনটি পারমাণবিক স্থাপনা নাতানজ, ফোরদো এবং ইসফাহানে আমেরিকান আগ্রাসনের পর প্রতিশোধ হিসেবে পরের দিন মার্কিন বিমানঘাঁটিতে ইরানের হামলা চালানো হয়। এরপর ২৩ জুন ট্রুথ সোশ্যাল-এ একটি পোস্টে ট্রাম্প ইরানের প্রতিক্রিয়াকে 'খুব দুর্বল' বলে উড়িয়ে দেন।মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর যুক্তরাষ্ট্র কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। ট্রাম্প দ্রুত ওয়াশিংটন এবং তেল আবিবের পক্ষে একতরফা যুদ্ধবিরতি ঘোষণা দেন, যা এখনো বহাল রয়েছে।