গাজায় সেনাদের মৃত্যুতে ‘উচ্ছ্বাস’ প্রকাশ,
চলতি সপ্তাহের শুরুতে উত্তর গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ের সময় বিস্ফোরণে নিহত ইসরায়েলি ৫ সৈন্যের মৃত্যুতে 'উচ্ছ্বাস' প্রকাশ করায় 'ইসরায়েল ফ্রে' নামক এক সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, 'মানবতার বিরুদ্ধে নিষ্ঠুরতম অপরাধের একটিতে অংশগ্রহণকারী পাঁচ তরুণকে ছাড়া আজ সকালে পৃথিবীটা আরেকটু ভালো।
'ফ্রে গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর কর্মকাণ্ডের সমালোচনা করে প্রায়শই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। তাকে 'সন্ত্রাসবাদে উস্কানি এবং সমর্থনের' অভিযোগে তেল আবিব ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হয়। আদালত তাকে আটকে রাখার আদেশ দিয়েছে।
ইসরায়েলি এই সাংবাদিক আরও লিখেছেন, 'দুঃখের বিষয়, গাজায় যে ছেলেটির এখন অ্যানেস্থেসিয়া ছাড়াই অস্ত্রোপচার করা হচ্ছে, মেয়েটি অনাহারে মারা যাচ্ছে এবং বোমাবর্ষণের মুখে পরিবারগুলো তাঁবুতে আটকে আছে — (সেটার কাছে) এটা (পাঁচ সেনার মৃত্যু) যথেষ্ট নয়।'তিনি লেখেন, 'প্রত্যেক ইসরায়েলি মায়ের প্রতি এটি একটি আহ্বান: যুদ্ধাপরাধী হিসেবে আপনার ছেলেকে কফিনে গ্রহণ করার জন্য পরবর্তী ব্যক্তিটি আপনি হবেন না। (এটি) প্রত্যাখ্যান করুন।'
সাংবাদিক ফ্রে-কে এর আগেও তার সমালোচনামূলক পোস্টের জন্য আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। গত মার্চ মাসে ফিলিস্তিনিপন্থী বেশ কয়েকটি পোস্টের জন্য 'সন্ত্রাসবাদে উস্কানি' দেওয়ার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।এর আগেও এক পোস্টে তিনি লিখেছিলেন, 'যে ব্যক্তি ফিলিস্তিনি অঞ্চলে একজন আইডিএফ সৈন্য বা বসতি স্থাপনকারীকে আঘাত করে, সে সন্ত্রাসী নয়। এটি কোনো সন্ত্রাসী আক্রমণও নয়। সে ন্যায়বিচার, মুক্তি এবং স্বাধীনতার জন্য দখলদারের বিরুদ্ধে লড়াই করা একজন বীর।'
২০২২ সালের ডিসেম্বরেও ইসরায়েলি এই সাংবাদিককে এমন একটি পোস্টের জন্য জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন তিনি বলেছিলেন, ইসরায়েলি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্যবস্তু করা সন্ত্রাসবাদ নয়। সে সময়ও তিনি আইডিএফ সেনাদের ওপর আক্রমণের পরিকল্পনাকারী ফিলিস্তিনিদের 'বীর' বলে অভিহিত করেন।গাজা যুদ্ধের প্রায় এক সপ্তাহ পর ২০২৩ সালের ১৬ অক্টোবর ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করার সময় ফ্রে'র বাড়িতে উগ্র ডানপন্থী ইসরায়েলি জনতা হামলা চালায়। এরপর তিনি আত্মগোপনে চলে যান।
বৃহস্পতিবার (১০ জুলাই) তিনি ইসরায়েলি সংবাদপত্র হারেৎজকে বলেন, তিনি নিপীড়নের কাছে মাথা নত করবেন না। তিনি আরও বলেন, 'আমরা ইতোমধ্যেই যথেষ্ট যন্ত্রণা, রক্তপাত এবং অশ্রুপাত করেছি। গাজাকে মুক্ত করুন। যথেষ্ট হয়েছে।'ইসরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, বিচারক রাভিত পেলেগ বার দায়ান রায় দিয়েছেন, ফ্রে'র মন্তব্য 'জনসাধারণের সংবেদনশীলতাকে আঘাত করে এবং গভীরভাবে বিরক্তিক'। বিচারক প্রশ্ন তুলেছেন, 'নিজের মাতৃভূমি রক্ষার দায়িত্ব পালনকালে নিহত তরুণ সৈন্যদের মৃত্যুকে কীভাবে ভালো বলে বিবেচনা করা যেতে পারে?'
এদিকে, এক বিবৃতিতে কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টস ফ্রে'র গ্রেপ্তারের নিন্দা জানিয়ে বলেছে, তার আটক '৭ অক্টোবর যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কর্তৃপক্ষের মত প্রকাশের স্বাধীনতার প্রতি ক্রমবর্ধমান অসহিষ্ণুতার প্রতি ইঙ্গিত দেয়।'