Joy Jugantor | online newspaper

জনসম্পৃক্তকরণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

জনসম্পৃক্তকরণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

জনসম্পৃক্তকরণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক প্রশিক্ষণ সমাপ্ত

ইউনিসেফের সহযোগিতায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সোশ্যাল ইনোভেশন এন্ড সাসটেইনেবিলিটি (সিএসআইএস) এর উদ্যোগে ‘জনসম্পৃক্তকরণ এবং সামাজিক ও আচরণ পরিবর্তন' বিষয়ক প্রশিক্ষণ শেষ হয়েছে। 

শনিবার দুপুর দুইটায় বগুড়ার মম ইন রিসোর্টে দুইদিন ব্যাপি এই কর্মশালা শেষ হয়। এর আগে শুক্রবার সকাল সাড়ে ৯ টায় কর্মশালাটি শুরু হয়। 

কর্মশালার প্রথম দিন সামাজিক এবং আচরণ পরিবর্তনে কমিউনিটি সম্পৃক্তকরণ, কমিউনিটির বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ, জনসম্পৃক্তকরণ এবং জনসম্পৃক্তকরণের গুণগত মানদণ্ড, ক্ষমতায়ন এবং মালিকানাবোধ ও অন্তর্ভুক্তিকরণ, দ্বিমুখী যোগাযোগ ও উপযোগী করা এবং স্থানীয়করণ, স্থানীয় সক্ষমতাকে কীভাবে কাজে লাগানো যায় সে সম্পর্কে ধারণা লাভ করেছেন অংশগ্রহণকারীরা। 

২য় দিন, কর্মসূচী বাস্তবায়নে সহায়ক মানদন্ড, সমন্বয় ও একীভূতকরণের মানদণ্ড, সম্পদ সংগ্রহের সহায়ক মানদণ্ড, জনসম্পৃক্তকরণের সূচক, জনসম্পৃক্তকরণে ফ্যাসিলিটেশন দক্ষতা সম্পর্কে অংশগ্রহণমূলক কাজের মাধ্যমে ধারণা লাভ করেছেন অংশগ্রহণকারীরা।

প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে অংশগ্রহনের সার্টিফিকেট তুলে দেন ইউনিসেফের রংপুর ও রাজশাহী অফিসের প্রধান এ.এইচ. তৌফিক আহমেদ ও সিএসআইএস এর পরিচালক অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে।  অধ্যাপক ড. প্রদীপ কুমার পাণ্ডে বলেন, সামাজিক ও আচরণ পরিবর্তন বিষয়ক কর্মশালার উদ্দেশ্য হলো যোগাযোগ কীভাবে সামাজিক সমস্যা, নারী ও শিশুদের জীবনমান উন্নয়নে জনসম্পৃক্তকরণ এবং সামাজিক আচরণ পরিবর্তন কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করতে পারে সে বিষয়গুলো সম্পর্কে ধারণা পেয়েছি। আমরা এই কর্মশালার শিক্ষণ ফলকে কাজে লাগিয়ে কমিউনিটির উন্নয়নে সকলে মিলে কাজ করবো বলে আশা করি।

এদিকে সামাজিক ও পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায়  প্রশিক্ষণ থেকে প্রাপ্ত শিক্ষা, স্থানীয় পরিবেশ এবং  প্রেক্ষাপটকে কাজে লাগিয়ে অংশগ্রহণকারীদেরকে নিজ নিজ এলাকার শিশুদের জন্য যোগাযোগ কর্মসূচি বাস্তবায়নের আহŸান জানান ইউনিসেফের রাজশাহী ও রংপুর বিভাগের প্রধান এ.এইচ. তৌফিক আহমেদ।

কর্মশালায় রাজশাহী ও রংপুর বিভাগের স্থানীয় সরকার প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা তথ্য কর্মকর্তা, সিটি কর্পোরেশন, আঞ্চলিক  বেতার কেন্দ্র, বেসরকারি সংস্থা এবং তরুণ প্রতিনিধিসহ মোট ২১ জন অংশগ্রহণ করছেন। অংশগ্রহণমূলক এ কর্মশালার শিক্ষা কাজে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণে কাজে লাগানোর প্রত্যাশা ব্যক্ত করেন তারা। 

কর্মশালায় অন্যান্যের মধ্যে ইউনিসেফের রাজশাহী ও রংপুর অফিসের সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ কর্মকর্তা মনজুর আহমেদ, ইন্ডেপেডেন্ট টেলিভিশনের উত্তরাঞ্চলের প্রধান হাসিবুর রহমান বিলু, সিএসআইএস এর গভর্নিং কাউন্সিলের সদস্য অধ্যাপক মো.  গোলাম রব্বানী, অধ্যাপক ড. নাজিয়াত হোসেন চোধুরী, অধ্যাপক ড. একেএম মাহমুদুল হক, অধ্যাপক ড. এ.বি.এম সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণে রিসোর্চ পার্সনের দায়িত্ব পালন করছেন বাংলাদেশ সেন্টার ফর কমিউনিকেশন প্রোগ্রামস (বিসিসিপি) এর সিনিয়র ডেপুটি ডিরেক্টর (ট্রেনিং) বাদল কৃষ্ণ হালদার ও সিনিয়র প্রোগ্রাম অফিসার (ক্যাপাসিটি বিল্ডিং) ড. ইসরাত জাহান।