Joy Jugantor | online newspaper

বদলগাছীতে ৪ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত: ১২:৫১, ২৬ নভেম্বর ২০২২

বদলগাছীতে ৪ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ গ্রেফতার ২

সংগৃহীত ছবি।

নওগাঁর বদলগাছী উপজেলায় অভিযান চালিয়ে চার হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুজনকে গ্রেফতার করেছে র‌্যাব।শনিবার ভোরে উপজেলার গোবরচাপা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত সুমন হোসেন(২৫),ও ফিরোজ হোসেন (২৬), দুজন বদলগাছী উপজেলার থুপশহর গ্রামের বাসিন্দা।

বিষয়টি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে জয়পুরহাট র‌্যাব-৫ এর ক্যাম্প কোম্পানি কমান্ডার মেজর মোস্তফা জামান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বদলগাছী উপজেলার গোবরচাপা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৪ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট ৩ টি মোবাইল ফোন, একটি মোটরসাইকেল,  ও নগদ সাড়ে ৪ হাজার টাকা উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বদলগাছী থানায় মাদকা আইনে মামলা দায়ের করা হয় হয়েছে।