Joy Jugantor | online newspaper

শেরপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০০, ২৬ সেপ্টেম্বর ২০২২

শেরপুরে পুকুর থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

প্রতিকী ছবি।

বগুড়ার শেরপুরের নিখোঁজের দুইদিন পর ৭০ বছর বয়সী এক বৃদ্দ জয়নাল আবেদীন দুলালের লাশ উদ্ধার করা হয়েছে। রোববার রাত ৮টার দিকে উপজেলার খামারকান্দি ইউনিয়নের তার বাড়ির সামনের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। 

জয়নাল ওই গ্রামের মৃত ফয়েজ উদ্দিনের ছেলে।

পুলিশ পরিবারের বরাত দিয়ে জানায়, জয়নাল মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি এরআগেও কয়েকবার পানিতে পড়ে গিয়েছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পুকুরের পাশের রাস্তা দিয়ে নামাজ পড়তে যাওয়ার সময় পানিতে পড়ে গিয়ে তিনি মারা যান। 

পুলিশ আরও জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) জুম্মার নামাজ পড়ার জন্য জয়নাল বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়িতে ফেরননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে তার খোঁজ করে এলাকায় মাইকিং করেন। পরে শেরপুর থানায় একটি 
নিখোঁজ জিডি করা হয়। রোববার রাতে স্থানীয়রা জয়নালের লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। 

শেরপুর থানার এসআই শাহাদাত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। পরিবারের কোন অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর ও থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।