
কাঁচামরিচের কেজি ২০০ টাকা।
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার হাটবাজারগুলোতে কাঁচামরিচের ঝাঁজে বাজার গরম হয়ে উঠেছে। অন্যান্য সব ধরনের সবজির দামও নাগালের বাইরে। বর্তমানে বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২০০ টাকায়। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষেরা।
মঙ্গলবার (২ আগস্ট) সকালে সরেজমিনে নন্দীগ্রাম সবজির বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবচেয়ে বেশি যে সবজিটির দাম বেড়েছে তা হলো কাঁচামরিচ। বিক্রেতারা জানান বেশকিছু দিন থেকে কাঁচামরিচের দাম বেড়ে গেছে। এর আগে, ১২০-১৫০ টাকায় বিক্রি হলেও বর্তমানে বাজারে কাঁচামরিচের প্রতি কেজি ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
একই সঙ্গে বেড়েছে অন্যান্য সবজির দামও। প্রতি কেজি বেগুন ৫০, ঢেঁড়স ৫০, কাঁচা পেঁপে ৩০, মিষ্টি লাউ ৪০, আলু ৩০, কচুরবই ৩০ ও পটল ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।
নন্দীগ্রাম বাজারের সবজি বিক্রেতা জেন্টু মিয়া বলেন, কাঁচামরিচের কেজি ২০০ টাকা। কেনা বেশি তাই বিক্রিও বেশি।
বাজার করতে আসা জুয়েল রানা বলেন, শুধু কাঁচামরিচের দাম বেশি নয়। সবধরনের সবজির দামই বেশি।