Joy Jugantor | online newspaper

বগুড়ায় ১৫৬ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৩৫, ১৬ জানুয়ারি ২০২২

বগুড়ায় ১৫৬ পিস ট্যাপেন্টাডলসহ গ্রেফতার ১

গ্রেফতার মামুন

বগুড়ায় ১৫৬ পিস মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোহাম্মাদ মামুন (৩৯) গ্রেফতার করেছেন র‍্যাব। রোববার (১৬ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় আদমদিঘী উপজেলার তালশন পশ্চিমপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। মামুন ওই এলাকার মৃত মকবুল হোসেনের ছেলে। 

র‍্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার (স্ক্রোয়াডন লিডার) সোহরাব হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামুনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে আদমদিঘী থানায় মামলা দায়ের করে সেখানে হস্তান্তর করা হয়েছে।