
প্রতীকী ছবি।
নওগাঁর ধামইরহাটে পানিতে ডুবে সানজিদা নামের দেড় বছর বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সাড়ে ১২টায় উপজেলার আলমপুর ইউনিয়নের বড় মোল্লাপাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সানজিদা একই এলাকার কৃষক আলাল হোসেনের মেয়ে।
পরিবার সুত্রে জানা গেছে, এ দিন দুপুরে শিশুটি নিজ বাড়ির পাশে একাকি খেলা করছিল। এদিকে আমন ধান কাটামাড়াই নিয়ে পরিবারের লোকজন ব্যস্ত সময় পার করলে সকলের দৃষ্টির আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে শিশুটি পরে যায়। পরে পরিবারের লোকজন শিশুটিকে পানি থেকে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসকের কাছে নিলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে.এম রাকিবুল হুদা বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এবিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছিল।