Joy Jugantor | online newspaper

আদমদীঘিতে বাবা-মায়ের ওপর অভিমানে যুবকের আত্মহত্যা

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 

প্রকাশিত: ০৬:১৪, ২৩ নভেম্বর ২০২১

আদমদীঘিতে বাবা-মায়ের ওপর অভিমানে যুবকের আত্মহত্যা

ফাইল ছবি।

বগুড়ার আদমদীঘি উপজেলায় গ্যাস ট্যাবলেট সেবন করে রানা হোসেন নামে ২২ বছর বয়সী এক ভ্যানচালক আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

সোমবার রাতে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তার মৃত্যু হয়। এর  আগে ঐ দিন সন্ধ্যায় নিজ বাড়িতে গ্যাস ট্যাবলেট সেবন করে অসুস্থ হয়ে পড়েন তিনি। ম্বজনরা বুঝতে পেরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য শজিমেক হাসপাতালে তাকে নেয়া হয়।

মৃত রানা উপজেলার শিয়ালশন গ্রামের স্বপন আলীর ছেলে।

এ তথ্য নিশ্চিত করেন আদমদীঘি থানার ওসি মো. জালাল উদ্দীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রানা তার বাবা-মায়ের সঙ্গে যৌথভাবে বসবাস করতেন। সম্প্রতি হঠাৎ করেই তার বাবা-মা তার সংসার আলাদা করে দেন। এতে অভিমানে গ্যাস ট্যাবলেট সেবন করে আত্মহত্যা করেন তিনি।

ওসি জালাল উদ্দীন বলেন, রানা মৃত্যুর ঘটনায় বগুড়া সদর থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা করা হয়েছে।