
প্রতীকী ছবি।
বগুড়ার কাহালু উপজেলায় মহাসড়ক থেকে অজ্ঞাত এক নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের নারহট্ট ভেঁপড়া এলাকা থেকে ওই নারীর দেহাবশেষ উদ্ধার করা হয়।
পুলিশের ধারণা, রাতের কোনো এক সময় অজ্ঞাত ওই নারী সড়ক দুর্ঘটনায় মারা যান। পরে তার ওপর দিয়ে একাধিক গাড়ি চলে যাওয়ায় দেহের অধিকাংশ অংশ মহাসড়কে পিষে গেছে। মাথার চুলসহ অবশিষ্ট কিছু অংশ দেখে বোঝা গেছে মরদেহটি কোনো নারীর।
কাহালু থানার পরিদর্শক (তদন্ত) মো. হারুন-উর- রশীদ বলেন, উদ্ধার করা দেহাবশেষ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহের নাম পরিচয় জানার চেষ্টা চলছে।