Joy Jugantor | online newspaper

“অটোমোবাইল খাতের দক্ষ কারিগরদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে”

নিজস্ব প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৯, ২৩ জানুয়ারি ২০২৬

আপডেট: ২২:০০, ২৩ জানুয়ারি ২০২৬

“অটোমোবাইল খাতের দক্ষ কারিগরদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে”

`অটোমোবাইল খাতের দক্ষ কারিগরদের বৈশ্বিক শ্রমবাজারের জন্য প্রস্তুত করা হচ্ছে`

বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি বগুড়া জেলা শাখার নির্বাচিত কমিটির এক বছর পূর্তি উপলক্ষে দোয়া ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে শহরের চারমাথা সেফওয়ে মোটেলের অডিটোরিয়ামে কেন্দ্রীয় ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের অংশগ্রহণে এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম।অনুষ্ঠানে অটোমোবাইল সেক্টরের শীর্ষ এই নেতা বলেন, যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে অটোমোবাইল সেক্টর এর সকল কর্মীর দক্ষতা বৃদ্ধিতে তারা নানামুখী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছেন।

বৈশ্বিক শ্রম বাজারে এই খাতে দক্ষ কর্মীর ব্যাপক চাহিদা রয়েছে। চীন, জাপানসহ ইউরোপের বাজারেও অটোমোবাইল খাতে দক্ষ কর্মী প্রেরণ করা গেলে উল্লেখযোগ্য পরিমাণ রেমিটেন্স অর্জন সম্ভব। বর্তমানে অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে।বাংলাদেশ অটোমোবাইল ওয়ার্কশপ মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও বগুড়া জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মো: রেজাউল করিমের ব্যবস্থাপনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির মহাসচিব রফিকুল ইসলাম (রঞ্জু)। এই সময় তিনি বলেন, বর্তমানে তাদের সংগঠনে সারাদেশে ৩০ হাজারের বেশি সদস্য রয়েছে।

৬৪ টি জেলায় অটোমোবাইল সেক্টরকে এগিয়ে নিতে তারা কেন্দ্রীয়ভাবে কাজ করে যাচ্ছেন। তেল ও গ্যাসের গাড়ির পাশাপাশি আধুনিক যুগের ইলেকট্রনিক ভিকেল ব্যবস্থাপনায় তারা কারিগরদের প্রশিক্ষণের প্রতি জোর দিয়েছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় সাধনের মাধ্যমে তারা সারাদেশে শিল্পাঞ্চল গড়ে তোলার লক্ষ্যে ধাপে ধাপে এগিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে বেশ কয়েকটি জায়গায় সফলভাবে শিল্পাঞ্চল গড়ে উঠেছে যা আগামী দিনের জন্য ইতিবাচক বার্তা।

অটোমোবাইল খাত একটি সম্ভাবনাময় শিল্প তাই এই খাতকে এগিয়ে নিতে তারা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে শচী নন্দন গোস্বামী, শাহীন কবির, আব্দুর রাজ্জাক, হানিফ মোল্লা, মো: রহমতুল্লাহ, কার্যকরী মহাসচিব আজাহারুল ইসলাম সেলিম, যুগ্ম মহাসচিববৃন্দ যথাক্রমে কামাল হোসেন, আবু সৈয়দ চৌধুরী, আরিফুল আবরার আরিফ, সহ অর্থ সম্পাদক সুলতান আহম্মেদ, প্রচার সম্পাদক সহিদুল মুন্সি, শ্রম সম্পাদক মনির শিকদার, সংগঠনের বগুড়া জেলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব মো: নুরুল ইসলাম, উপদেষ্টাবৃন্দ যথাক্রমে মোহাম্মাদ আলী, এ্যাড. হযরত আলী, মতিউর রহমান বাবু এবং আতিকুর রহমান। মতবিনিময় সভা শেষে দোয়া ও সংগঠনের বর্ষপূর্তিতে নেতৃবৃন্দদের অংশগ্রহণে প্রাণবন্ত রাফেল ড্র অনুষ্ঠিত হয়।