Joy Jugantor | online newspaper

রায়পুরে জেলের গলাকাটা মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৩০, ২১ জানুয়ারি ২০২৬

রায়পুরে জেলের গলাকাটা মরদেহ উদ্ধার

রায়পুরে জেলের গলাকাটা মরদেহ উদ্ধার

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার এক জেলের গলাকাটা মরদেহ বরিশালের হিজলা উপজেলায় উদ্ধার করেছে নৌ-পুলিশ। মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যার দিকে বরিশাল জেলার হিজলা উপজেলার বরজালি ইউনিয়নের ভায়ের চর এলাকায় মেঘনা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত আমির হোসেন রায়পুর উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের চরঘাসিয়া গ্রামের হাওলাদার বাড়ির বাসিন্দা। তিনি কৃষক স্বপন হাওলাদারের বড় ছেলে এবং পেশায় একজন জেলে ছিলেন।

স্থানীয় চান্দারখাল এলাকার মাছ ব্যবসায়ী রাকিব হোসেন জানান, প্রতিদিনের মতো সোমবার ভোরে আমির মাছ ধরার উদ্দেশ্যে মেঘনা নদীতে যান। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে আনুমানিক সাড়ে ১০টার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে পরিবারের সদস্যদের ফোন করে জানানো হয়, আমিরের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়েছে।

নিহত আমিরের পরিবার ও সংশ্লিষ্ট ইউপি সদস্যের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিল হোসেন জানান, আমির হোসেনের মৃত্যুর বিষয়টি রহস্যজনক। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত কার্যক্রম চালাচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।