
সন্ধান মেলেনি নিখোঁজ নিশিকান্তের
বগুড়ার শিবগঞ্জ উপজেলার নিশিকান্ত প্রামাণিকের (৫৫) এখনো সন্ধান মেলেনি।অনেক খোজাখুজি করে তাকে না পাওয়ায় গত ৭জুলাই শিবগঞ্জ থানায় একটি হারানো জিডি করা হয়।জিডি নং- ৪৩২।
এর আগে গত ২জুলাই বুধবার দুপুর দেড়টায় বানাইল এলাকা থেকে নিখোঁজ হয় নিশিকান্ত। নিশিকান্ত বগুড়া জেলার শিবগঞ্জ পৌর এলাকার ৭নং ওয়ার্ডের নিলু প্রামাণিকের ছেলে। পেশায় সে কাঠমিস্ত্রী। জিডি সূত্রে জানা যায়, নিশিকান্তের মাথার চুল ছোটখাটো, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫ফুট ২ইঞ্চি।নিশিকান্তের স্ত্রী শ্রীমতী ভক্তি রানী জানান, আমার স্বামী ঠিকমতো রোজগার করেনা। এমন বিষয় নিয়ে হালকা কথা-কাটাকাটি জের বাড়ি থেকে বের হয়ে চলে যায়।এবিষয়ে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান বলেন, নিশিকান্তের হারানোর বিষয়ে থানায় জিডি নেওয়া হয়েছে। সকল থানায় বেতার বার্তা দেওয়া হয়েছে। তাকে খুঁজে পাওয়ার চেষ্টা অব্যহত আছে।