
সারিয়াকান্দিতে যৌথবাহিনীর অভিযানে মাদক কারবারী স্বামী-স্ত্রী সহ আটক ৩
বাংলাদেশ সেনাবাহিনী সারিয়াকান্দি সেনা ক্যাম্পের চলমান যৌথ বাহিনীর অভিযানে গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ তিন জনকে আটক করা হয়েছে।
রবিবার(৬ জুলাই) দিবাগত রাতে ক্যাপ্টেন আরাফাত এবং সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবু নছর নাঈমের নেতৃত্বে গাবতলী উপজেলার নিজ দূর্গাহাটা গ্রামের মৃত টুকু মন্ডলের পুত্রবধূ হামিদা (৩৫) , ছেলে মোঃ সবুজ মিয়া (৩৮) কাছ থেকে ৮০০ গ্রাম গাজা,৫৩৯ পিস ট্যাপেন্ডাল ট্যাবলেট, মাদক বিক্রির ১২৪০ টাকা এবং ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। অপর দিকে সারোটিয়া পশ্চিম পাড়ার মৃত রুহুল আমিনের ছেলে শান্ত মিয়া (২৭) কাছ থেকে ৫০ গ্রাম গাজা ও মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করে যৌথবাহিনী। আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।