
শুক্রবার সংগঠন কার্যালয়ে ১১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ২০নং ওয়ার্ড কমিটি হস্তান্তর করনে জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা।
মোঃ শহিদুল ইসলামকে আহ্বায়ক, মোঃ রকিকে যুগ্ম আহ্বায়ক ও সাবিল মুহম্মদ মাহফুজকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দল ২০নং ওয়ার্ড কমিটির অনুমোদন করেছে বগুড়া শহর কমিটি। শুক্রবার (৪ জুন) বিকেলে শহরের স্টেশন রোড সংগঠন কার্যালয়ে এই কমিটির অনুমোদন করা হয়।
উক্ত কমিটি হস্তান্তর করেন জেলা বিএনপির সর্বশেষ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক প্রতিদ্বন্দ্বীতাকারী ও মুক্তিযুদ্ধের প্রজন্ম দল জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ হিরা ও শহর কমিটির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের শহর শাখার সদস্য সচিব মোঃ নাজমুছ সাদাত মামুন, যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন (রেজওয়ান), জেলা শাখার সহ-সভাপতি আবুল কাশেম, যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শ্রী নিরেশ চন্দ্র ভৌমিক, সহ-সাংগঠনিক সম্পাদক আহসান হাবীব, শিক্ষা বিষয়ক সম্পাদক গৌরাঙ্গ মোহন বসাক। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদর উপজেলার সদস্য সচিব রেজাউল সরকার রেজা, ২০নং ওয়ার্ড কমিটির সদস্য মোঃ রতন মিয়া, মোঃ সিয়াম, মোঃ শফিকুল, হামজা, রাসেল, মিলটন, আরিফ, জামাল, টুলু, সাগর, আসাদুল, শাহিন, আকাশ, আলগীর।