
ছবি সংগৃহীত
কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রলীগের দুইজন কর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ। এছাড়া আরও পাঁচ শতাধিক কর্মী আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
সোমবার (১৫ জুলাই) রাতে বাংলাদেশ ছাত্রলীগের দফতর সম্পাদক মেফতাহুল ইসলাম পান্থ গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন৷
তিনি জানান, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের অন্তর্গত নিউমার্কেট থানা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজেদুল হাসান ফাহাদ এবং সরকারি বাঙলা কলেজ ছাত্রলীগের কর্মী আসলাম সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধ হয়েছেন।
পান্থ বলেন, আমরা আশঙ্কা করছি আরও গুলিবিদ্ধ রয়েছেন। কিন্তু নিশ্চিত করতে পারছি না এই মুহূর্তে।
এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের পাঁচ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলেও দাবি করেন তিনি।।
সোমবার রাত ১১টায় পান্থ জানান, এখনো তারা হতাহতের খবর পাচ্ছেন।