
বগুড়া সদরের এরুলিয়া বাজারে
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, রাষ্ট্র পরিচালনায় এই সরকার ব্যর্থ। এরা ভোট চোর। চোরেরা ভোটের অধিকার চুরি করেছে।
রোববার বেলা ১১টার দিকে বগুড়া সদরের এরুলিয়া বাজারে রোডমার্চের উদ্বোধনী সমাবেশে এমন কথা বলেন তিনি। বিএনপির অঙ্গসংগঠন জাতীয়বাদী যুবদল, স্বেচ্ছাসেবক ও ছাত্রদলের উদ্যোগে এই রোডমার্চ কর্মসূচির আয়োজন করেছে।
বিএনপির মহাসচিব বলেন, বিদ্যুতের দাম তিন-চারবার করে বাড়ছে। তেলের দাম তিন-চার বার করে বাড়ছে। দাম ফিক্স করলেই কি দাম কমানো যায়? দ্রব্যমূল্যের দাম কমাতে এই সরকার ব্যর্থ হয়েছে। এই সরকার রাষ্ট্রপরিচালনায় ব্যর্থ হয়েছে।
সরকারকে চোর অ্যাখ্যা দিয়ে মির্জা ফখরুল বলেন, চোর চোর, এত বড় চোর যে এই দেশকে চুরি করে খোকলা করে দিয়েছে। চুরি করে তারা বিদেশে বাড়িঘর নির্মাণ করেছে। সবচেয়ে বড় চুরি করেছে কি? আমার দেশের ভোটের অধিকার চুরি করে দিয়েছে।
আর বিরোধী দল যাতে নির্বাচনে না আসতে পারে, সে জন্য আগেই মিথ্যা মামলা দিয়ে রাখছে। আমার ছাত্রদল, সেচ্ছাসেবকদল, যুবদল এই তরুণদের বলবো ভোটের অধিকার ছিনিয়ে আনতে হবে তোমাদের।
মহাসচিব আরও বলেন, তুমি সরকারে থাকতে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হবে না। তুমি পদত্যাগ করো। হয় সংসদে পদত্যাগ করো, নয়তো নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন করো।
পরে রোডমার্চের উদ্বোধন ঘোষণা করে মির্জা ফখরুল ইসলাম দাবি জানান, ৪০ লাখ মানুষের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে।
ভোটের অধিকার প্রতিষ্ঠায় বগুড়া হতে রাজশাহী তারুণ্যের রোড মার্চ কর্মসূচিতে সকাল থেকে বাস, মাইক্রোবাস, পিকআপ, মোটরসাইকেল নিয়ে হাজার হাজার নেতা-কর্মীরা এরুলিয়া এলাকায় জমায়েত হতে থাকে। রোডমার্চটি বগুড়ার সান্তাহার, নওগাঁ হয়ে রাজশাহী গিয়ে শেষ হবে। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলু, সুলতান সালাউদ্দিন টুকুসহ আরও অনেকে বক্তব্য দেন। এ সময় বগুড়া জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে যোগ দেওয়ার জন্য সিরাজগঞ্জ, জয়পুরহাট, নাটোর জেলার নেতাকর্মী আসেন।