
গ্রিসের অপরাধ বিষয়ক সাংবাদিক জর্জোস কারাইভাজ। ছবি - সংগৃহীত
গ্রিসের এক ঝানু অপরাধ বিষয়ক সাংবাদিক জর্জোস কারাইভাজকে গুলি করে হত্যা করা হয়েছে। শুক্রবারের (৯ এপ্রিল) এ ঘটনায় দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন গ্রিক প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিতসোতাকিস। রবিবার (১১ এপ্রিল) এসব তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। জর্জোস কারাইভাজ গ্রিসের স্টার টিভি এবং নিউজ ব্লগসাইট ব্লকো ডট জিআর এ কাজ করতেন।
প্রতিবেদনে বলা হয়েছে, এথেন্সে কারাইভাজের বাড়ির বাইরে দুইজন ব্যক্তি হামলা চালিয়ে তাকে কমপক্ষে ছয়বার গুলি করেছে। গ্রিসের এক সরকারি মুখপাত্র বলেছেন, তার মৃত্যু আমাদের হতবাক করে দিয়েছে।
মিডিয়া ফ্রিডম অর্গানাইজেশন বলেছে, কারাইভাজকে তার কাজের জন্য হত্যা করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে হবে। দীর্ঘদিন ধরেই তিনি অপরাধ এবং দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করেছেন।
এই হত্যাকাণ্ডের বিচারের দাবি জানিয়েছেন ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন দের লেয়েন। ইউরোপিয়ান পার্লামেন্টের স্পিকার ডেভিড সাসোলি এক টুইট বার্তায় বলেন, এই খবর তাকে বিধ্বস্ত করে দিয়েছে।