Joy Jugantor | online newspaper

ওসমান হাদি হত্যা শাহবাগে

অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:৫৩, ২৬ ডিসেম্বর ২০২৫

অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ওসমান হাদি হত্যা শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা ইনকিলাব মঞ্চের

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগে অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।শুক্রবার (২৬ ডিসেম্বর) তিনি বলেন, ‘বিচার না হওয়া পর্যন্ত রাজপথেই থাকব। হাদির হত্যার সঙ্গে জড়িত সবাইকে গ্রেপ্তার না করা পর্যন্ত এই আন্দোলন চলবে। আমরা আর ঘরে ফিরে যাব না। প্রয়োজনে রাত্রি জাপনেরও প্রস্তুতি আছে।’শাহবাগ অবরোধে শুধু ইনকিলাব মঞ্চের নেতাকর্মী নয়, সাধারণ শিক্ষার্থী-জনতাও যোগ দিয়েছেন। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তারা শাহবাগে এসে অবস্থান নেন এবং যান চলাচল বন্ধ করে দেন।

এর আগে সকালে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে শহীদ ওসমান হাদির রুহের মাগফিরাত কামনা ও দেশে-ব্যাপী দোয়া-মোনাজাত এবং খুনিদের বিচারের দাবিতে  বিক্ষোভ মিছিলের আহ্বান জানানো হয়। অবরোধ চলাকালীন বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়, ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘এক হাদি লোকান্তরে, লক্ষ্য হাদি লড়াই করে’।ওসমান হাদি ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে রিকশায় ফেরার পথে গুলিবিদ্ধ হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও ওই দিনই তিনি এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর সিঙ্গাপুর নেওয়া হলে, ১৮ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।