শাজাহানপুরে কিন্ডারগার্টেন স্কুলস অ্যাসোসিয়েশনের মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বগুড়ার শাজাহানপুরে কিন্ডারগার্টেন স্কুলস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মেধাভিত্তিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন কিন্ডারগার্টেন বিদ্যালয়ের প্রথম থেকে পঞ্চম শ্রেণির মোট ৩১২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আড়িয়া রহিমাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল মোনায়েম, শাজাহানপুর কিন্ডারগার্টেন স্কুলস অ্যাসোসিয়েশনের সভাপতি মোকাব্বর হোসেন, সাধারণ সম্পাদক মো. রশিদুল ইসলাম।
পরীক্ষা নিয়ন্ত্রক শামীম রেজা,স্বপ্নপূরণ স্কুলের প্রতিষ্ঠাতা মিজানুর রহমান,সংগঠনের সহসভাপতি আল জাহিদ হাসান, এফরান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ, সাংগঠনিক সম্পাদক মেরাজুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদুল হাসান, সদস্য আপেল মাহমুদসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।মেধাভিত্তিক এই বৃত্তি পরীক্ষার মাধ্যমে কোমলমতি শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক শিক্ষায় অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন অভিভাবকরা। তারা এমন উদ্যোগ গ্রহণের জন্য কিন্ডারগার্টেন স্কুলস অ্যাসোসিয়েশনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
