Joy Jugantor | online newspaper

তানজানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:৩৭, ২৬ ডিসেম্বর ২০২৫

তানজানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত

তানজানিয়ায় হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত

তানজানিয়ার কিলিমানজারো পর্বতে হেলিকপ্টার বিধ্বস্তে পাঁচজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, অসুস্থ পর্বতারোহীকে উদ্ধার করতে গিয়েছিল হেলিকপ্টার।

ওই সময় দুর্ঘটনার কবলে পড়ে এটি।হেলিকপ্টারটি পাহাড়টির বারাফু ক্যাম্পে গত বুধবার বিধ্বস্ত হয়।নিহতদের মধ্যে রয়েছেন একজন গাইড, চিকিৎসক, হেলিকপ্টারের পাইলট এবং দুজন বিদেশি পর্যটক। তবে তারা কোন দেশের সেটি জানাননি কিলিমানজারো প্রদেশ পুলিশের প্রধান।মাউন্ট কিলিমানজারো আফ্রিকার সর্বোচ্চ পর্বত। এটি সমুদ্রস্তর থেকে ২০ হাজার ফুট উঁচু। এটি পাহাড়ের ১৬ থেকে ১৭ হাজার ফুট উঁচুতে বিধ্বস্ত হয়।