কানাডায় গুলি করে ভারতীয় শিক্ষার্থীকে হত্যা
কানাডার টরন্টোতে ইউনিভার্সিটি অব টরন্টোর ক্যাম্পাসের কাছে গুলিতে নিহত হয়েছেন ২০ বছর বয়সী এক ভারতীয় শিক্ষার্থী। নিহতের নাম শিবাঙ্ক আবাস্থি। তিনি ছিলেন একজন পিএইচডি শিক্ষার্থী। এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বিকেলে ফোন পেয়ে ঘটনাস্থলে যান তারা। সেখানে একজন পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়।এ ঘটনায় অভিযুক্তদের ধরতে সাধারণ মানুষের সহায়তা চেয়েছে পুলিশ। পুলিশের ভাষ্য অনুযায়ী, এটি চলতি বছরে টরন্টোর ৪১তম হত্যাকাণ্ড।শিবাঙ্ক আবাস্থির মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ভারত। টরন্টোতে অবস্থিত ভারতের কনস্যুলেট জেনারেল জানায়, নিহতের পরিবারের পাশে থেকে তাঁদের প্রয়োজনীয় সব সহায়তা দেওয়া হচ্ছে।
