Joy Jugantor | online newspaper

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে চার স্প্যানিশ পর্যটকসহ ২১ জন নিখোঁজ

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৭:৪৭, ২৮ ডিসেম্বর ২০২৫

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে চার স্প্যানিশ পর্যটকসহ ২১ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ায় নৌকাডুবিতে চার স্প্যানিশ পর্যটকসহ ২১ জন নিখোঁজ

ইন্দোনেশিয়ার পাপুয়া এবং পূর্ব নুসা তেঙ্গারায় দুটি পৃথক নৌকাডুবির ঘটনায় অন্তত ২১ জন নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারের জন্য রোববার (২৮ ডিসেম্বর) ইন্দোনেশিয়ার অনুসন্ধান ও উদ্ধারকারী দল প্রচেষ্টা অব্যাহত রেখেছে।স্থানীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শুক্রবার রাতে পূর্ব নুসা তেঙ্গারার কোমোডো জাতীয় উদ্যান এলাকার পাদার দ্বীপের কাছে একটি পর্যটক নৌকা ডুবে চার স্প্যানিশ পর্যটক নিখোঁজ রয়েছেন।

এর আগে গত বুধবার সন্ধ্যায় পাপুয়া প্রদেশের ইয়াপেন দ্বীপপুঞ্জ রিজেন্সিতে সেরুই সিটি থেকে ওয়াইন্ডু যাওয়ার সময় তীব্র বাতাস এবং উচ্চ ঢেউয়ের কারণে ২১ জন যাত্রী বহনকারী একটি স্পিডবোট ডুবে যায়।এ ঘটনায় তিনজন যাত্রীকে উদ্ধার করা হয়েছে। গতকাল শনিবার বিকেলে একজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে এবং ১৭ জন এখনো নিখোঁজ রয়েছে।জাকার্তা গ্লোবের প্রতিবেদন অনুসারে, উভয় ঘটনায় নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করার জন্য আজ রোববার উদ্ধার ও অনুসন্ধান প্রচেষ্টা অব্যাহত রয়েছে।