Joy Jugantor | online newspaper

‘পর্তুগালে’র বিপক্ষে জোড়া গোল রোনালদোর

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:১২, ২৮ ডিসেম্বর ২০২৫

‘পর্তুগালে’র বিপক্ষে জোড়া গোল রোনালদোর

‘পর্তুগালে’র বিপক্ষে জোড়া গোল রোনালদোর

সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরে যোগ দেওয়ার তিন বছর হয়ে গেলেও দলটির হয়ে এখন পর্যন্ত মেজর কোনো শিরোপা জিততে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। সেই আক্ষেপ পূরণে এবার যেন উঠে পড়েছেই লেগেছেন পর্তুগিজ কিংবদিন্ত। চলতি মৌসুমে আল নাসরের পরিসংখ্যান দেখলেই সে ধারণা পাওয়া যায়! একের পর এক ম্যাচ জিতেই চলছে নাসর।তারই ধারাবাহিকতায় গতকাল শনিবার প্রো লিগের ম্যাচে আল আখদুদকে ৩-০ ব্যবধানে হারিয়েছে নাসর। প্রো লিগে চলতি মৌসুমে খেলা ১০ ম্যাচে নাসরের ১০ম জয় এটি। প্রো লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে মৌসুমের প্রথম ১০ ম্যাচেই জিতল নাসর।আর নাসরকে ইতিহাসের পাতায় তোলার পথে জোড়া গোল করেছেন রোনালদো। মজার বিষয়, রোনালদো গোল দুটি করেছেন ‘পর্তুগালে’র বিপক্ষে! মনে প্রশ্ন জাগতে পারে, আল আখদুদের বিপক্ষে ম্যাচে রোনালদো কীভাবে পর্তুগালের বিপক্ষে গোল করবেন? রহস্যের সমাধান হচ্ছে- আখদুদের গোলকিপারের নাম সামুয়েল পর্তুগাল! নাসরের অন্য গোলটি রোনালদোর জাতীয় দলের সতীর্থ জোয়াও ফেলিক্সের।

গতকাল রোনালদো প্রথম গোল করেছেন ম্যাচের ৩১ মিনিটে। কর্নার থেকে আসা বলে আল আমরির মাথা ছুঁলেও তা দূরের পোস্টের পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিল। দূর থেকে দারুণ ক্ষিপ্রতায় এসে পা লাগিয়ে সেটি জালে জড়ান রোনালদো।আর প্রথমার্ধের যোগ করা সময়ে মার্সেলো ব্রোজোভিচের পাসে ব্যাক হিলে স্কোরলাইন ২-০ করেন পর্তুগিজ সুপারস্টার। ক্লাব ও জাতীয় দলের এটি রোনালদো ৯৫৬তম গোল!২-০ ব্যবধানে এগিয়ে বিরতিতে যাওয়া নাসরকে ৬৬ মিনিটে আরেকটার উদযাপনের উপলক্ষ্য এনে দিয়েছিলেন রোনালদো। তবে ৪০ বছর বয়সী মহাতারকার গোলটি বৈধতা পায়নি অফসাইডের কারণে। এতে হ্যাটট্রিক হাতছাড়া হয় রোনালদোর।রোনালদোর গোল ভিএআর যাচাইয়ে বাতিল হলেও ম্যাচের যোগ করা সময়ের শেষ মুহূর্তে আরেকটি গোল পেয়েছে নাসর। এবার গোলের খাতায় নাম লিখিয়েছেন ফেলিক্স।গতকালের জয়ে ১০ ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে প্রো লিগের পয়েন্ট টেবিলের শীর্ষে আল নাসর। দুইয়ে থাকা আল হিলালের (১০ ম্যাচে ২৬ পয়েন্ট) চেয়ে ৪ পয়েন্ট এগিয়ে আছেন রোনালদোরা।