Joy Jugantor | online newspaper

লন্ডনে কর্মহীনদের ৪০ শতাংশই বাংলাদেশি ও পাকিস্তানি

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:২২, ২৭ ডিসেম্বর ২০২৫

লন্ডনে কর্মহীনদের ৪০ শতাংশই বাংলাদেশি ও পাকিস্তানি

লন্ডনে কর্মহীনদের ৪০ শতাংশই বাংলাদেশি ও পাকিস্তানি

যুক্তরাজ্যের লন্ডনে বসবাসরত বাংলাদেশি ও পাকিস্তানি জনগোষ্ঠীর ৪০ শতাংশই বর্তমানে কর্মহীন। লন্ডনের অন্য যেকোনো জাতিগোষ্ঠীর তুলনায় এই হার সর্বোচ্চ।দেশটির জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, প্রায় ১৫ লাখ ২০ হাজার শিশু এবারের বড়দিন কাটিয়েছে উপার্জনবিহীন পরিবারে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়, গত বছরের তুলনায় এ বছর কর্মহীন পরিবারের সংখ্যা প্রায় দেড় লাখ বেড়েছে।

বিগত ১১ বছরের মধ্যে এই হার এবারই সর্বোচ্চ।বিশ্লেষকরা বলছেন, সরকারি তথ্য বিশ্লেষণ করলে ব্রিটেনের কর্মসংস্থান চিত্রে এক চরম জাতিগত পার্থক্য পরিলক্ষিত হয়। তাঁদের মতে, ভৌগোলিক প্রেক্ষাপটে লন্ডন এখন বেকারত্ব সংকটের কেন্দ্রে অবস্থান করছে।ব্রিটিশ সরকারের নতুন ঘোষিত ‘ন্যাশনাল ইন্স্যুরেন্স’ বৃদ্ধি এবং ন্যূনতম মজুরি বৃদ্ধির সিদ্ধান্তের ফলে অনেক প্রতিষ্ঠান নতুন কর্মী নিয়োগ বন্ধ করে দিয়েছে অথবা কর্মী ছাঁটাই করছে। আগামী বছরও পরিস্থিতির বিশেষ উন্নতির সম্ভাবনা দেখছেন না বিশ্লেষকরা।২০২৬ সালে উচ্চ সুদের হার এবং ভোক্তা আস্থার অভাবে ব্রিটেনের অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ শতাংশে নেমে আসতে পারে বলে ধারণা করা হচ্ছে।