Joy Jugantor | online newspaper

সোমালিল্যান্ড অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি

প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২০:০৪, ২৭ ডিসেম্বর ২০২৫

প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো

সোমালিল্যান্ড অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে আরব দেশগুলো

সোমালিয়া থেকে বিচ্ছিন্ন সোমালিল্যান্ড অঞ্চলকে ইসরায়েলের স্বীকৃতির নিন্দা জানিয়েছে আরব-উপসাগরীয় দেশগুলো। এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে প্রত্যাখ্যান করা হয়েছে এবং সোমালিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।সৌদি আরব বলেছে, ইসরায়েলের পদক্ষেপ 'একতরফা, বিচ্ছিন্নতাবাদী পদক্ষেপ' প্রতিষ্ঠা করেছে এবং এটি আন্তর্জাতিক আইনের পরিপন্থী।এক বিবৃতিতে সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় সোমালিয়ার সার্বভৌমত্ব এবং এর ভূখণ্ডের ঐক্য ও অখণ্ডতার প্রতি তাদের 'পূর্ণ সমর্থন'-এর কথা জোর দিয়ে বলেছে।সোমালিয়ার স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করে এমন 'সমান্তরাল সত্তা আরোপের প্রচেষ্টা' প্রত্যাখ্যান করে রিয়াদ বলেছে, সৌদি আরব দেশের (সোমালিয়ার) বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করে।

ফিলিস্তিনও সোমালিল্যান্ডকে ইসরায়েলের স্বীকৃতি প্রত্যাখ্যান করেছে এবং এটিকে আরব ও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে বর্ণনা করেছে।ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, তারা আন্তর্জাতিক আইন, আরব ও আন্তর্জাতিক ঐকমত্য এবং ইসলামী সহযোগিতা সংস্থার সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও রাজনৈতিক স্বাধীনতাকে সম্পূর্ণ সমর্থন করে।মন্ত্রণালয় সতর্ক করে দিয়েছে, সোমালিল্যান্ডকে স্বীকৃতি দেওয়া বা বিচ্ছিন্নতাকে বৈধতা দেওয়ার পদক্ষেপ নেওয়া সোমালিয়ার স্থিতিশীলতা ও সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করে। ইসরায়েল পূর্বে ফিলিস্তিনিদের, বিশেষ করে গাজা থেকে স্থানান্তরের জন্য সোমালিল্যান্ডকে একটি 'গন্তব্য' হিসেবে তুলে ধরেছিল।মিশর জানিয়েছে, তারা এই পদক্ষেপের বিরোধিতা করার জন্য আঞ্চলিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করেছে। এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি সোমালিয়া, তুরস্ক এবং জিবুতির নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন।

বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রীরা স্বীকৃতির 'সম্পূর্ণ প্রত্যাখ্যান এবং নিন্দাতে' একমত হয়েছেন এবং সোমালিয়ার ঐক্য, সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার প্রতি পূর্ণ সমর্থনের ওপর জোর দিয়েছেন।কুয়েতও এই স্বীকৃতি প্রত্যাখ্যান করে এটিকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনকারী পদক্ষেপ বলে অভিহিত করেছে। এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় 'সমস্ত ভূখণ্ডের ওপর সোমালিয়ার সার্বভৌমত্বের প্রতি কুয়েতের পূর্ণ সমর্থন এবং দেশের বৈধ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর প্রতি সমর্থন' পুনর্ব্যক্ত করেছে।ইরাক ইসরায়েলের এই পদক্ষেপকে রাষ্ট্রীয় সার্বভৌমত্ব এবং আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে। আরব লীগের বর্তমান অধিবেশনের সভাপতি হিসেবে বাগদাদ বলেছেন, এই স্বীকৃতি সোমালিয়ার ঐক্যকে ক্ষুণ্ণ করে এবং এটি আফ্রিকার হর্নে স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ। আন্তর্জাতিক সম্প্রদায়কে 'বেআইনি অনুশীলনের' বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়ার আহ্বান জানিয়েছে।প্রসঙ্গত, শুক্রবার (২৬ ডিসেম্বর) বিশ্বের প্রথম দেশ হিসেবে সোমালিল্যান্ডকে একটি সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে দখলদার ইসরায়েলি সরকার। ১৯৯১ সালে সোমালিয়া থেকে স্বাধীনতা ঘোষণার পর থেকে সোমালিল্যান্ডের আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি নেই।সোমালি সরকার সোমালিল্যান্ডকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করে এবং এটিকে তার ভূখণ্ডের একটি অবিচ্ছেদ্য অংশ বলে মনে করে। এর সাথে যে কোনো সরাসরি চুক্তি বা সম্পৃক্ততাকে সোমালিয়ার সার্বভৌমত্ব এবং ঐক্যের লঙ্ঘন হিসেবে দেখে।