Joy Jugantor | online newspaper

ভারতে ঘন কুয়াশায় ১০ বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ১৯:০৮, ১৬ ডিসেম্বর ২০২৫

ভারতে ঘন কুয়াশায় ১০ বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ভারতে ঘন কুয়াশায় ১০ বাস-গাড়ির সংঘর্ষ, নিহত ৪

ভারতের মথুরায় দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে (যমুনা এক্সপ্রেসওয়ে) ঘন কুয়াশার কারণে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন।মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে, যেখানে সাতটি বাস ও তিনটি গাড়িসহ মোট দশটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হয়। ঘন কুয়াশার কারণে দৃষ্টিসীমা কমে যাওয়ার ফলে এই মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষের পর বেশ কয়েকটি গাড়িতে আগুন ধরে যায়, যার ফলে যাত্রীদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মথুরার সিনিয়র সুপারিনটেনডেন্ট অব পুলিশ (এসএসপি) শ্লোক কুমার দুর্ঘটনা ও প্রাণহানির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সাংবাদিকদের বলেন, “আজ সকালে মথুরায় যমুনা এক্সপ্রেসওয়েতে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কমপক্ষে চারজন নিহত এবং ২৫ জন আহত হয়েছেন। ঘন কুয়াশার কারণে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে এই সংঘর্ষ হয়।” তিনি আরও জানান, অনুসন্ধান ও উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে এবং অবরুদ্ধ হাইওয়ে পরিষ্কার করা ও আটকে পড়া যাত্রীদের সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। এসএসপি আরও যোগ করেন, “প্রায় ২৫ জনকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কেউই গুরুতরভাবে আহত নন।”

জীবিত যাত্রীদের সরকারি গাড়ির মাধ্যমে তাদের বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।যমুনা এক্সপ্রেসওয়ের এই সড়ক দুর্ঘটনা প্রসঙ্গে মথুরার জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) চন্দ্র প্রকাশ সিং ঘটনাটিকে “খুবই দুর্ভাগ্যজনক” বলে অভিহিত করেন এবং উদ্ধার তৎপরতার বিষয়ে আপডেট দেন। তিনি জোর দিয়ে বলেন, ঘন কুয়াশার কারণে এই সংঘর্ষের কারণ পরে তদন্ত করা হবে। তবে বর্তমান অগ্রাধিকার উদ্ধারকাজ এবং আহতরা যাতে সম্ভাব্য সেরা চিকিৎসা পান তা নিশ্চিত করা। 

চন্দ্র প্রকাশ সাংবাদিকদের বলেন, “আমরা দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ উদ্ধার করেছি। তাৎক্ষণিকভাবে ১২টিরও বেশি দমকলের ইঞ্জিন এবং ১৪টিরও বেশি অ্যাম্বুলেন্স মোতায়েন করা হয়েছিল।” আহতদের সিএইচসি বলদেব এবং জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি নিশ্চিত করেছেন যে, আহতরা আশঙ্কামুক্ত এবং উদ্ধারকাজ মসৃণভাবে চলছে।মথুরার যমুনা এক্সপ্রেসওয়ের এই সংঘর্ষের ঠিক একদিন আগেই গতকাল সোমবার (১৫ ডিসেম্বর) ভোরে দিল্লি-মুম্বাই এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার ফলে প্রায় ২০টি গাড়ির মধ্যে এক মারাত্মক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় দুই পুলিশ অফিসারসহ চারজনের মৃত্যু হয় এবং আরও প্রায় ১৫ থেকে ২০ জন গুরুতর আহত হয়েছিলেন। ব্যাপক কুয়াশার কারণে সৃষ্ট অত্যন্ত কম দৃষ্টিসীমাকেই মূলত এই ব্যাপক সংঘর্ষের কারণ হিসেবে দায়ী করা হয়েছিল।