Joy Jugantor | online newspaper

সোনাতলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২১:৫৯, ১৪ ডিসেম্বর ২০২৫

বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা

সোনাতলা প্রেসক্লাবের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনাসভা

 শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোনাতলা প্রেসক্লাবের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ৭১ ক্যাফে রেস্টুরেন্টে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়।সোনাতলা প্রেসক্লাবের সভাপতি ইমরান হোসাইন লিখনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বক্তারা গভীর শ্রদ্ধার সঙ্গে শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ স্মরণ করেন। আলোচনায় অংশ নেন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মিনহাজুল ইসলাম, সদস্য রিমন আহম্মেদ বিকাশ, শামিম আক্তার রতন এবং কোষাধ্যক্ষ হারুন অর রশিদ।

বক্তারা বলেন, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের শেষ প্রান্তে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দেশীয় দোসররা পরিকল্পিতভাবে জাতির মেধাবী সন্তানদের হত্যা করে বাংলাদেশকে মেধাশূন্য করার অপচেষ্টা চালায়। সাংবাদিক, শিক্ষক, চিকিৎসক, লেখকসহ বিভিন্ন শ্রেণি-পেশার গুণীজনদের নির্মমভাবে হত্যা করা হয়, যা জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে।সভাপতির বক্তব্যে ইমরান হোসাইন লিখন বলেন, শহীদ বুদ্ধিজীবীদের রক্ত ও আত্মত্যাগের বিনিময়েই আমরা একটি স্বাধীন রাষ্ট্র পেয়েছি। তাদের আদর্শ, চেতনা ও দেশপ্রেমকে ধারণ করেই জাতি গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।আলোচনা সভা শেষে শহীদ বুদ্ধিজীবীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় এবং তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।