Joy Jugantor | online newspaper

সোনাতলায় মারধরের দু’দিন পর হাসপাতালে মৃত্যু, থানায় হত্যা মামলা

সোনাতলা (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৯:৫৫, ১৬ ডিসেম্বর ২০২৫

সোনাতলায় মারধরের দু’দিন পর হাসপাতালে মৃত্যু, থানায় হত্যা মামলা

সোনাতলায় মারধরের দু’দিন পর হাসপাতালে মৃত্যু, থানায় হত্যা মামলা

বগুড়ার সোনাতলায় সুদের টাকা পাওনাকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মারধরের শিকার এক যুবকের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে সোনাতলা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ১১ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর আনুমানিক ১টার দিকে সোনাতলা উপজেলার মধুপুর ইউনিয়নের পশ্চিম টেকানী (মাঝিপাড়া) গ্রামে জনৈক শ্রী শৈলেনের বাড়ির সামনে কাঁচা রাস্তার ওপর এ ঘটনা ঘটে।

সুদের টাকা পাওনা নিয়ে নিহত পলাশ চন্দ্রের সঙ্গে অভিযুক্তদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে পলাশ চন্দ্রকে এলোপাতাড়ি মারধর করলে তিনি গুরুতর আহত হন।পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার অবস্থার অবনতি হলে দুই দিন পর ১৩ ডিসেম্বর শনিবার বিকেল আনুমানিক ৪টার দিকে তিনি মারা যান।

নিহত পলাশ চন্দ্রের বয়স ৩৫ বছর। এ ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্ত হিসেবে নাম উল্লেখ করা হয়েছে উত্তর করমজা গ্রামের মো. তারাজুল ইসলামের ছেলে মো. পাপলু (২৫) ও মো. আজিজুল ইসলামের ছেলে মো. রাহিম (২২)-এর।ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। নিহতের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, নিহতের বড় ভাই বিকাশ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে এবং বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।