কুড়িগ্রামে নৈশ প্রহরীকে হত্যা করে ডাকাতির অভিযোগ
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির অফিসে নৈশ প্রহরীকে নির্মমভাবে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতির অভিযোগ উঠেছে। শনিবার (১৩ ডিসেম্বর) দিবাগত রাতে উপজেলার শান্তি নগর এলাকায় এ ঘটনা ঘটে।নিহত নৈশ প্রহরীর নাম তপন সরকার (৫৫)। তিনি উলিপুর উপজেলার উত্তর দলদলিয়া গ্রামের ধীরেন্দ্র নাথ সরকারের পুত্র।
জানা গেছে, দুর্বৃত্তরা অফিসের ভিতরে প্রবেশ করে তাকে হত্যা করে নগদ টাকা লুট করে নেয়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে ঐ অফিসের এসআর আল আমিনসহ স্থানীয়রা অফিসের ভেতরে রক্তের চিহ্ন ও নৈশ প্রহরীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। দুর্বৃত্তরা নৈশ প্রহরী তপনের মাথায় আঘাত করে রক্তাক্ত জখমের পর মুখে বালিশ চাপা দিয়ে হত্যা নিশ্চিত করে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
আবুল খায়ের ট্যোবাকো কোম্পানির রাজারহাট শাখার ম্যানেজার আনোয়ার কামাল লিটন বলেন, সকালে অফিসের ভেতরে রক্তের চিহ্ন দেখে এসআর আল-আমিন ও স্থানীয়রা ঢুকে নৈশ প্রহরীর লাশ দেখতে পায়। অফিসে চৌত্রিশ লক্ষাধিক টাকা ছিল বলে জানান তিনি।এদিকে এ ঘটনায় রোববার সকালে সিআইডি পুলিশের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ করে। দুপুর আড়াইটা পর্যন্ত কার্যক্রম চালায় তারা।কুড়িগ্রামের সার্কেল এএসপি মাসুদ রানা বলেন, ‘সিআইডি টিম সব আলামত সংগ্রহ করেছে। প্রাথমিকভাবে ধারালো অস্ত্র ব্যবহারের আলামত পাওয়া যায়নি। তদন্ত চলছে, জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।’
