Joy Jugantor | online newspaper

সোনাতলায় রেলওয়ে জলাশয় থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

সোনাতলা(বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৪১, ১৪ ডিসেম্বর ২০২৫

আপডেট: ১৮:৪৪, ১৪ ডিসেম্বর ২০২৫

সোনাতলায় রেলওয়ে জলাশয় থেকে  বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

সোনাতলায় রেলওয়ে জলাশয় থেকে বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার

বগুড়ার সোনাতলা উপজেলায় রেলওয়ে জলাশয় থেকে অজ্ঞাত পরিচয়ের ৬০ ঊর্ধ্ব এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ  রোববার (১৪ ডিসেম্বর) বিকেল সাড়ে তিনটার দিকে সোনাতলা পৌর এলাকার উপজেলা মডেল মসজিদের পশ্চিম পাশে রেললাইনের সংলগ্ন রেলওয়ে জলাশয় থেকে লাশটি উদ্ধার করা হয়।স্থানীয়রা জানান, জলাশয়ের ভেতরে অস্বাভাবিকভাবে মাছি উড়তে দেখা এবং বারবার কাক বসতে দেখে সন্দেহ হয় এক কৃষকের।

পরে কাছে গিয়ে তিনি পানির মধ্যে কোমরে দড়ি বাঁধা অবস্থায় এক বৃদ্ধার অর্ধগলিত লাশ দেখতে পান। বিষয়টি জানাজানি হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়।খবর পেয়ে সোনাতলা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে থানায় নিয়ে যায়। প্রাথমিকভাবে নিহত বৃদ্ধার পরিচয় ও মৃত্যুর কারণ জানা যায়নি। পুলিশের ধারণা, লাশটি কয়েকদিন আগের হওয়ায় পচন ধরেছে।সোনাতলা থানার অফিসার ইনচার্জ কবির হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ের জন্য লাশ ময়নাতদন্তে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিহত বৃদ্ধার পরিচয় শনাক্ত করা যায়নি। পুলিশ পরিচয় শনাক্ত ও মৃত্যুর রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রেখেছে।