Joy Jugantor | online newspaper

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫২, ১৪ ডিসেম্বর ২০২৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল

খালেদা জিয়ার সুস্থতা কামনায় শাজাহানপুরে মসজিদে মসজিদে দোয়া মাহফিল

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় বগুড়ার শাজাহানপুর উপজেলায় মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিল ও এতিমখানায় খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়েছে।রোববার (বাদ আছর) উপজেলার পাঁচটি জামে মসজিদ ও ছয়টি এতিমখানায় একযোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।রহিমাবাদ দক্ষিণপাড়া জামে মসজিদে আয়োজিত দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা, বগুড়া-৭ আসনে বেগম খালেদা জিয়ার নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী ও সাবেক সংসদ সদস্য মো. হেলালুজ্জামান তালুকদার লালু।

একই সময়ে আড়িয়া রহিমাবাদ স্কুল জামে মসজিদ, নয়মাইল হাট কেন্দ্রীয় জামে মসজিদ, বামুনিয়া মন্ডলপাড়া জামে মসজিদ, কাটাবাড়িয়া জামে মসজিদ, মারকাজ আ: শুকুর নূরানী ও হাফেজিয়া কওমি মাদ্রাসা, আল আক্বাব এতিমখানা ও হাফেজিয়া মাদ্রাসা, চাঁদবাড়িয়া আবু হুরাইরা এতিমখানা এবং মদিনাতুল উলুম হাফেজিয়া কওমি মাদ্রাসা ও এতিমখানায় বিশেষ দোয়া ও খাবার বিতরণ করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. আবুল বাশার, বগুড়া জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খাদেমুল ইসলাম খাদেম, সহ-সভাপতি বজলুর রশিদ মিলু, যুগ্ম সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান অটল, বাদশা সরকার, বিএনপি নেতা শফিকুল ইসলাম শফিক, এমরান হোসেন , রফিকুল ইসলাম, ফজলুল হক উজ্জ্বল, তমিজ উদ্দিন, এনামুল হক, আবু শাহীন, এটিএম শহিদুল ইসলাম, মহসিন আলী, রেজাউল মোস্তফা ফরহাদ,শাহাদাত হোসেন, তাজুল ইসলাম তাজু, মিজানুর রহমান মতিন কাজী এবং সরকারি কমরউদ্দিন কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুস সোবহান।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান, বগুড়া শহর যুবদলের সাংগঠনিক সম্পাদক সৌরভ হাসান শিবলু, গাবতলী পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি হাসান আলী আকন্দ, সাধারণ সম্পাদক আইয়ুব আলী, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম সবুজ, উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান অভ্র, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য মুরাদ, বিএনপি নেতা মোখছেস মানিক, গাবতলী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।দোয়া মাহফিল শেষে হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে খাবার ও চাল বিতরণ করা হয়।