Joy Jugantor | online newspaper

দিশা পাটানির ‘প্রেমিক’ এইচআইভিতে আক্রান্ত!

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ২২:৩৩, ১৫ জানুয়ারি ২০২৬

দিশা পাটানির ‘প্রেমিক’ এইচআইভিতে আক্রান্ত!

দিশা পাটানির ‘প্রেমিক’ এইচআইভিতে আক্রান্ত!

বলিউড অভিনেত্রী দিশা পাটানিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে ব্যক্তিগত সম্পর্ক ও একটি বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে। পঞ্জাবি গায়ক তালবিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জনের মধ্যেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় চর্চা বাড়ছে।সম্প্রতি কৃতি শ্যাননের বোন নূপুর শ্যানন ও স্টেবিন বেনের বিয়ের অনুষ্ঠানে দিশা ও তালবিন্দর সিংয়ের উপস্থিতি থেকেই এই জল্পনার সূত্রপাত। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত দুজনের কেউই প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি। এর মধ্যেই আলোচনায় আসে তালবিন্দর সিংয়ের এক প্রাক্তন প্রেমিকার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট।

পঞ্জাবি শিল্পীর প্রাক্তন প্রেমিকা সনী কৌর লেখেন, ‌‘শুধু এইচআইভি বা এসটিআই নয়, কিছু মানুষ জীবনে দুর্ভাগ্য ও অভিশাপও নিয়ে আসে। তাই কার সঙ্গে শয্যা ভাগ করছেন, সে বিষয়ে সতর্ক থাকুন।’ এই মন্তব্য ছড়িয়ে পড়তেই শুরু হয় নানা ব্যাখ্যা ও অনুমান। নেটাগরিকদের একাংশ মনে করছেন, দিশা পাটানিকে ইঙ্গিত করেই এই বার্তা দিয়েছেন সনী কৌর। যদিও এই নিয়েও তালবিন্দর সিংয়ের পক্ষ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

একসময় দীর্ঘদিন অভিনেতা টাইগার শ্রফর সঙ্গে সম্পর্কে ছিলেন দিশা পাটানি। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর বিভিন্ন সময়ে একাধিক নামের সঙ্গে তাঁর নাম জড়িয়েছে। তবে নূপুরের বিয়ের অনুষ্ঠান থেকেই নতুন করে তালবিন্দর সিংয়ের সঙ্গে সম্পর্কের গুঞ্জন জোরালো হয়।দিশা পাটানির চেয়ে বয়সে প্রায় পাঁচ বছরের ছোট তালবিন্দর সিং। দুজনেই নিজেদের কর্মজগতে পরিচিত মুখ হলেও তালবিন্দর সিং বরাবরই ব্যক্তিগত জীবন আড়ালে রাখতেই পছন্দ করেন।

সাধারণত মুখোশ বা হুডির আড়ালে নিজেকে লুকিয়ে রাখেন তিনি। যদিও নূপুরের বিয়েতে তাঁর মুখ প্রকাশ্যে এসেছে বলে দাবি নেটাগরিকদের।এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, হুডি পরা এক ব্যক্তির সঙ্গে কথা বলছেন দিশা পাটানি। ওই ব্যক্তির শারীরিক গড়ন, উচ্চতা ও পোশাক দেখে অনেকেই অনুমান করছেন, তিনি তালবিন্দর সিং। তবে এসব জল্পনার মাঝেও সংশ্লিষ্ট কেউই এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনও মন্তব্য করেননি।