Joy Jugantor | online newspaper

ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সাভ্যান

অটো চালক দলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

ধুনট (বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২১:০১, ১৩ জানুয়ারি ২০২৬

অটো চালক দলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

ধুনটে বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সাভ্যান অটো চালক দলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত

বগুড়ার ধুনট উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সাভ্যান অটো চালক দলের নির্বাচনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১২ জানুয়ারি) দুপুর ১ ঘটিকায় হুকুম আলী স্ট্যান্ডে নিজস্ব অফিস কক্ষে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।জাতীয়তাবাদী রিক্সাভ্যান অটো চালক দলের ধুনট উপজেলা সভাপতি ফিরোজ আহম্মেদ খান দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া সদর উপজেলা শাখার সাধারণ সম্পাদক কাজী শরিফুল ইসলাম (পাঞ্জাব)।প্রধান অতিথি বক্তব্যে বলেন,আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আপনারা যারা ভ্যান, রিক্সা দলের শ্রমিক ভায়েরা উপস্থিত আছেন তাদেরকে বলছি, ভোটের দিন আপনারা ভোটারদের কে ভাড়া ছাড়া বাড়ি থেকে ভোট কেন্দ্রে আনা নেওয়ার কাজ করবেন।

তিনি আরও জানান, আমরা জাতীয়তাবাদী রিক্সাভ্যান অটো চালক দলের নেতারা দলের সাথে আছি এবং থাকব।উক্ত আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী রিক্সাভ্যান অটো চালক দলের শহর শাখার সাংগঠনিক সম্পাদক সুমন, উপজেলা সহ সভাপতি এস এম গোলাম রব্বানী সরোয়ার, সাধারণ সম্পাদক জামাল উদ্দিন,সদর ইউনিয়ন জাতীয়তাবাদী রিক্সাভ্যান অটো চালক দলের সভাপতি সামছুল হক বাদশা, মথুরাপুর ইউনিয়ন সভাপতি মোহাম্মদ আলী, এলাঙী ইউনিয়ন সভাপতি  সাইদুল ইসলাম, যুগ্ম আহবায়ক রুবেল, সদস্য সচিব আব্দুল হামিদ, গোসাইবাড়ি ইউনিয়ন সভাপতি আব্দুল মজিদ, চৌকিবাড়ি ইউনিয়নের সাধারণ সম্পাদক উজ্জ্বল প্রমুখ।