ফতুল্লায় বাবুর্চিকে কুপিয়ে হত্যা
নারায়ণগঞ্জের ফতুল্লায় পূর্বশত্রুতার জেরে রায়হান মিয়া ওরফে রোহান (৪৫) নামে এক বাবুর্চিকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করেছে মাদক ব্যবসায়ীরা। সোমবার রাত ৮টার দিকে ফতুল্লার ইসদাইর রেলস্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।নিহত রায়হান মিয়া ফতুল্লার গলাচিপা এলাকার মৃত মেছের আলীর ছেলে।নিহতের মেজ ছেলে মোটরসাইকেল মেকানিক সাব্বির জানান, তার মা কিছুদিন আগে মারা যান। এরপর থেকে তারা তিন ভাই ও বাবা ফতুল্লার তল্লা এলাকায় সিরাজ মিয়ার বাড়িতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে বসবাস করে আসছিলেন। রায়হান মিয়া পেশায় বাবুর্চি ছিলেন।
তিনি আরও জানান, কয়েক দিন আগে তুচ্ছ একটি ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় মাদক ব্যবসায়ী রাজ্জাক ও তার সহযোগীদের সঙ্গে তার বাবার বাকবিতণ্ডা হয়। ওই সময় রাজ্জাক ও তার লোকজন তার বাবাকে মারধর করে। বিষয়টি জানার পর তারা তিন ভাই রাজ্জাককে তাদের বাবার কাছ থেকে দূরে থাকতে বলেন।সাব্বির অভিযোগ করে বলেন, সোমবার রাতে তার বাবাকে একা পেয়ে রাজ্জাক ও তার সহযোগীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে রাস্তায় ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।এদিকে, গত এক বছরে মাদক ব্যবসায়ী রাজ্জাক বাহিনীর হাতে এলাকায় অন্তত চারজন খুন হয়েছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
