Joy Jugantor | online newspaper

ইউএনও বরাবরে অভিযোগ দাখিল কাহালুতে বেগুন 

ক্ষেতে পানি সেচ দিতে না পারায় উদ্বিগ্ন চাষি

কাহালু( বগুড়া) প্রতিনিধি

প্রকাশিত: ২০:২৬, ১৩ জানুয়ারি ২০২৬

ক্ষেতে পানি সেচ দিতে না পারায় উদ্বিগ্ন চাষি

ইউএনও বরাবরে অভিযোগ দাখিল কাহালুতে বেগুন ক্ষেতে পানি সেচ দিতে না পারায় উদ্বিগ্ন চাষি

বগুড়ার কাহালুতে সবজি (বেগুন ) ক্ষেতে  পানি না পাওয়ায়  সাবমার্সিবল পানির পাম্প মালিকের বিরুদ্ধে এক সবজিচাষি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেছেন।উপজেলার ডোমরগ্রামের সবজিচাষি মোঃ আব্দুর  রাজ্জাক খান রাজু গতকাল মঙ্গলবার সকালে উপজেলার নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন এর নিকট প্রতিকার চেয়ে  এ অভিযোগটি দাখিল করেন।অভিযোগে জানা গেছে, ডোমরগ্রামের মেহেরুল ইসলাম খান রেবুন সবজি চাষে পানি সেচ  দিতে একটি সাবমার্বল পাম্প স্থাপন করে। 

ঐ পাম্প থেকে অন্য চাষিরা পানি সেচ দিতে পারলেও জমিজমা বিরোধের জেরে হেকিম মোঃ  আব্দুল কাদেরের ছেলে আব্দুর  রাজ্জাক খান রাজুর ১৬  শতক সবজি (বেগুন ) ক্ষেতে পানি দিতে রাজি হয়নি। ফলে সবজি (বেগুন) গাছ পানি না পেয়ে দুর্বল হয়ে মরে যাচ্ছে।  এতে ফলন কমে যাওয়ায় চরম লোকসানের মুখে পড়েছে সবজি চাষি রাজু।  এব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তার নিকট প্রতিকার চেয়েও প্রতিকার পায়নি ঐ সবজি চাষি।