“দায়িত্বশীল পদে থেকে ক্রিকেট নিয়ে অপমানজনক মন্তব্য করা দুঃখজনক”
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক এম নাজমুল ইসলাম ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেছেন। এর জেরে সব ধরনের ক্রিকেট বর্জনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব)। বিসিবির এই পরিচালকের পদত্যাগের দাবি করেছেন ক্রিকেটাররা। নাজমুলের মন্তব্য নিয়ে কথা বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, ‘এক মোস্তাফিজকে অপমান করেছে বলে আমরা পুরো বাংলাদেশ রুখে দাঁড়িয়েছি। আর এখানে তিনি বিসিবির একটা দায়িত্বশীল পদে থেকে পুরো ক্রিকেটকে অপমানজনক মন্তব্য করেছেন। এটা অনাকাঙ্ক্ষিত এবং দায়িত্বহীনতা। খুবই দুঃখজনক। বিষয়টা বিসিবির অভ্যন্তরীন, আশা করবো তারা ব্যবস্থা নেবেন।’ ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে পরিচালক এম নাজমুল ইসলামকে। এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
বিসিবি সংবিধানের ৩১ অনুচ্ছেদ অনুযায়ী বোর্ড সভাপতির ক্ষমতাবলে নাজমুল ইসলামকে তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিসিবি সভাপতি নিজেই ফাইন্যান্স কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন।বুধবার (১৪ জানুয়ারি) তিনবারের প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার স্মরণে বিসিবির দোয়া ও মিলাদ মাহফিল শেষে ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করেন নাজমুল। টি–টোয়েন্টি বিশ্বকাপে না খেললে খেলোয়াড়দের আর্থিক ক্ষতি প্রসঙ্গে তিনি বলেন, ‘ওরা (ক্রিকেটাররা) গিয়ে যদি কিছুই না করতে পারে, তাহলে ওদের পেছনে আমরা যে এত কোটি কোটি টাকা খরচ করছি, আমরা ওদের কাছ থেকে ওই টাকা ফেরত চাইছি নাকি!’
আরেক প্রশ্নের জবাবে বিসিবির এই পরিচালক আরও বলেন, ‘আমরা যে ওদের পেছনে এত খরচ করছি, বিভিন্ন জায়গায় গিয়ে ওরা কিছুই করতে পারছে না। আজ পর্যন্ত আমরা একটাও বৈশ্বিক অ্যাওয়ার্ড পেয়েছি? কোনো একটা জায়গায় আমরা কতটুকু কী করতে পারছি? আমরা তাহলে তো প্রত্যেকবারই বলতে পারি, তোমরা খেলতে পারনি, তোমাদের পেছনে যা খরচ করেছি, এটা এবার তোমাদের কাছ থেকে আমরা নিতে থাকি, ফেরত দাও।’
