
ছবি সংগৃহীত
কক্সবাজারের টেকনাফ বাহারছড়ায় একটি বিয়ে বাড়িতে হানা দেয় ডাকাতরা। তবে, পুলিশ আসার খবরে বিয়ে বাড়িতে বেশিক্ষণ অবস্থান করতে পারেনি তারা। ভুক্তভোগী পরিবারের দাবি, পালিয়ে যাওয়ার আগে স্বর্ণালংকার ও মোবাইল ছিনিয়ে নিয়ে গেছে ডাকাতরা।
সোমবার (১৩ মার্চ) সন্ধ্যায় বাহারছড়ার হলবনিয়া এলাকায় ঘটনাটি ঘটে।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বাহারছড়া হলবনিয়ার বাসিন্দা আব্দুস ছালাম। গতকাল সোমবার সন্ধ্যায় বাড়ির প্রাঙ্গণে তার ছেলে গিয়াস উদ্দিনের বিয়ের আয়োজন করা হয়। ডাকাতদল বাড়িতে আসে এবং সবাইকে জিম্মি করে। তারা অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও মোবাইল ফোন ছিনিয়ে নিতে শুরু করে তারা। এসময় বাইরে থেকে একজন পুলিশ আসছে বলে চিৎকার দিলে ডাকাতরা তাড়াহুড়ো করে পালিয়ে যায়।
বাহারছড়া তদন্তকেন্দ্রের ইনচার্জ মছিউর রহমান বলেন, বিয়ে বাড়িতে ডাকাতি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কিন্তু পুলিশ যাওয়ার খবর পেয়ে ডাকাতরা পালিয়ে যায়।