
হরিণের মাংসসহ আটক দুই জন।
৪২ কেজি হরিণের মাংসসহ আরও দুই শিকারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার সাফিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার (১ জানুয়ারি) রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজের কাছ থেকে তিনটি মাথা ও ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।
এ সময় উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫২) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখকে (২৭) আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।
এ নিয়ে গত তিন দিনে চারটি হরিণের মাথাসহ ১০৯ কেজি মাংস উদ্ধার করা হয়। এ সময় পাঁচ শিকারিকে আটক করা হয়।