Joy Jugantor | online newspaper

বাঘেরহাটে হরিণের মাংসসহ দুই শিকারি আটক

ডেস্ক রিপোর্ট

প্রকাশিত: ০৮:৩৩, ২ ফেব্রুয়ারি ২০২১

বাঘেরহাটে হরিণের মাংসসহ দুই শিকারি আটক

হরিণের মাংসসহ আটক দুই জন।

৪২ কেজি হরিণের মাংসসহ আরও দুই শিকারিকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) জেলা পুলিশ সুপার সাফিন মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সোমবার (১ জানুয়ারি) রাতে রামপাল উপজেলার বগুড়া ব্রিজের কাছ থেকে তিনটি মাথা ও ৪২ কেজি হরিণের মাংস জব্দ করে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল।

এ সময় উপজেলার গোবিনাথপুর গ্রামের জুমাতুল্লা শেখের ছেলে আব্দুর রহমান শেখ (৫২) ও আব্দুর রহমান শেখের ছেলে মোস্তাকিন শেখকে (২৭) আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানান তিনি।

এ নিয়ে গত তিন দিনে চারটি হরিণের মাথাসহ ১০৯ কেজি মাংস উদ্ধার করা হয়। এ সময় পাঁচ শিকারিকে আটক করা হয়।