Joy Jugantor | online newspaper

বগুড়ায় করতোয়া নদীর তীরে ওয়াটার কিপার্স বাংলাদেশের মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ১৬ সেপ্টেম্বর ২০২৩

আপডেট: ০০:০৮, ১৬ সেপ্টেম্বর ২০২৩

বগুড়ায় করতোয়া নদীর তীরে ওয়াটার কিপার্স বাংলাদেশের মানববন্ধন

বগুড়ায় ওয়াটার কিপার্স বাংলাদেশের আয়োজনে মানববন্ধন।

বগুড়ায় জীবাশ্ম জ্বালানিমুক্ত জলবায়ু ন্যায্যতার দাবিতে করতোয়া নদীর তীরে এক মানববন্ধনের আয়োজন করে ওয়াটার কিপার্স বাংলাদেশ। 

শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে করতোয়া নদীর উপর স্থাপিত মহাস্থান ব্রিজের উপর এই মানববন্ধন করা হয়।

দেশব্যাপী স্থানীয় বিভিন্ন সংস্থার সহযোগিতায় মানববন্ধন, আলোচনা সভা, গোলটেবিল বৈঠক, পদযাত্রা প্রভৃতি কর্মসূচী পালিত হয়। এরই ধারাবাহিকতায় ওয়াটার কিপার্স বাংলাদেশের সমন্বয়ে বগুড়ায় শত শত তরুন-যুবক স্বতঃস্ফূর্ত ভাবে এই মানববন্ধনে অংশগ্রহণ করে। 

মানববন্ধনে সভাপতিত্ব করেন স্বপ্ন এনজিওর নির্বাহী পরিচালক জিয়াউর রহমান। সিনিয়র সংবাদকর্মী সৈয়দ ফজলে রাব্বী ডলারের সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন, পিইউপি'র সমন্বয়ক শেখ আবু হাসনাত শহীদ, মথুরা সমাজ কল্যাণ পরিষদের নির্বাহী পরিচালক মো. জাহেদুর রহমান, এডাব বগুড়া শাখার সভাপতি টিপু সুলতান, রিইব বগুড়া শাখার সহ-সভাপতি এ্যাড. মঙ্জুর হাসান মন্ডল,  নারী উদ্যোক্তা জাকিয়া সুলতানা, সৈয়দা তাহমিনা পারভীন শ্যামলী, পরিবেশ কর্মী এম ফজলুল হক বাবলু, আহসান হাবিব তালুকদার রঞ্জু, সংবাদ কর্মী মো. ফজলুল হক এবং মাছরাঙ্গা টিভির জেলা প্রতিনিধি খোরশেদ আলম প্রমূখ।